২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা ৩ সেপ্টেম্বর থেকে নেয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের সেশনজট কমাতে আগেই নেয়ার বিষয়ে উপাচার্যদের মধ্যে আলোচনা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত হয়নি।
২৭ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা বিষয়ক উপাচার্যদের কমিটির এক সভা শেষে গুচ্ছ কমিটির যুগ্ম আহবায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ড. ইমদাদুল হক বলেন, ৩ সেপ্টেম্বর থেকে পরীক্ষা নেয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তার পূর্বে যেন নেওয়া যায়, সে বিষয়ে আমরা সভায় আলোচনা করেছি। পরীক্ষার তারিখ আগামী ৩০ মে এর সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
এর আগে, গত ৮ এপ্রিল গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক সভায় আগামী ৩, ১০ ও ১৭ সেপ্টেম্বর তিনটি ধাপে এই গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল।