ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রায় ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। গত ২১ এপ্রিল বেলা ৩টার পর অনলাইনে আবেদনগ্রহণ শুরু হয়।আগামী ১০ মে পর্যন্ত ভর্তি আবেদন করা যাবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুর আড়াইটা পর্যন্ত এক লাখ ৩৪ হাজার ৭৪১ জন শিক্ষার্থী টাকা জমা দিয়েছেন। সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটে। এই ইউনিটে ৬৪ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটে আবেদন করেছেন ৩১ হাজার শিক্ষার্থী। কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটে ২২ হাজারের অধিক শিক্ষার্থী আবেদন করেছেন। আর ব্যবসায় অনুষদভুক্ত ‘গ’ ইউনিটে আবেদন করেছেন ১১ হাজার ৮০০ জন। এছাড়া ‘চ’ ইউনিটে আবেদন করেছেন আড়াই হাজার শিক্ষার্থী।
এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, এখন পর্যন্ত ১ লাখ ৩৪ হাজার ৭৪১ জন শিক্ষার্থী ভর্তি আবেদনের টাকা পরিশোধ করেছেন।