কত পেলে গুচ্ছ বি ইউনিটে চান্স নিশ্চিত ? অনেকেই এই প্রশ্নটি করছো। চলো উত্তর জেনে নেয়া যাক।
এই উত্তর খুজতে হলে প্রথমেই জানতে হবে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে মানবিকের মোট কতটি আসন রয়েছে। এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোর ৪ হাজার ৮৩৪টি আসন রয়েছে মানবিকের জন্য। সুতরাং যারা ১ম থেকে ৪৮৩৪ সিরিয়াল পর্যন্ত আছে তাদের চান্স নিশ্চিত।
চল এবার জেনে নেই কত মার্কস এর উপর কত জন পেয়েছে,
- ৮০ এর ওপর পেয়েছে = ১ জন
- ৭৫ কিংবা তার অধিক নম্বর পেয়েছে = ৩২ জন
- ৭০ কিংবা তার অধিক পেয়েছে= ১৮৬ জন
- ৬৫ কিংবা তার অধিক পেয়েছে= ৭৬৫ জন
- ৬০ কিংবা তার বেশি পেয়েছে= ২ হাজার ২৯৩ জন
- ৫৫ কিংবা তার বেশি পেয়েছে= ৫ হাজার ৭২৩ জন
- ৫০ কিংবা তার বেশি পেয়েছে= ১১ হাজার ৪২৫
- ৪৫ কিংবা তার বেশি পেয়েছে= ১৯ হাজার ২১৪
- ৪০ কিংবা তার বেশি পেয়েছে= ২৮ হাজার ৫৬২ জন
- ৩৫ কিংবা তার বেশি পেয়েছে= ৩৮ হাজার ২৬৫ জন
- ৩০ কিংবা তার বেশি পেয়েছে= ৪৮ হাজার ১০৬ জন
এখানে দেখাই যাচ্ছে, আসন সংখ্যা ৪ হাজার ৮৩৪টি এবং ৫৫ এর উপর পেয়েছে ৫ হাজার ৭২৩ জন যার মাঝে মাঝে অনেকে ভর্তি হবেনা, তাই ৫৫+ থাকলে চান্স নিশ্চিত ইনশাআল্লাহ। তবে ৫২+ রাও আশা রাখতে পারো।
সংক্ষেপে,
- শিওর চান্স = ৫৫+
- আশা রাখতে পারো = ৫০/৫২+