দেশের ৮টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১৭ জুলাই থেকে শুরু হবে। চলবে ১৬ আগস্ট পর্যন্ত। এছাড়া এবারের আবেদন ফি গেল বারের চেয়ে কিছুটা বেড়েছে। শনিবার (২ জুলাই) কৃষি গুচ্ছভুক্ত ৮টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভায় এ সিদ্ধান্ত হয়।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, আগামী ২৪ সেপ্টেম্বর কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারিত থাকলে সেটি সমন্বয়ের স্বার্থে আরও এগিয়ে আনা হয়েছে। শেকৃবি উপাচার্য বলেন, বাকি অন্য বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার তারিখের সঙ্গে সমন্বয় করতে ২৪ সেপ্টেম্বরের ভর্তি পরীক্ষা এগিয়ে ১০ সেপ্টেম্বর নিয়ে আসা হয়েছে।