দেশের ৮টি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সম্প্রতি অনুষ্ঠিত কৃষি গুচ্ছের সভায় এই তারিখ চূড়ান্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম।
তিনি বলেন, কৃষি গুচ্ছের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৪ সেপ্টেম্বর আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। কোন বিশ্ববিদ্যালয় কত আসনে শিক্ষার্থী ভর্তি করাবে তা পরবর্তী সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।