দেশের ৮টি কৃষি বিশ্ববিদ্যালেয়ের ভর্তি বিজ্ঞপ্তি আগামী জুন মাসে প্রকাশ করা হবে। আগামী ২৪ সেপ্টেম্বর কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুধবার (১৮ মে) এক লাইভ অনুষ্ঠানে এ কথা জানান কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অধ্যাপক ড. মো. শহিদুর রশিদ ভূঁইয়া।
তিনি বলেন, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আয়োজনের সার্বিক প্রস্তুতি চলছে। এবার কোন বিশ্ববিদ্যালয়ে কত আসন সেটি জানতে বিশ্ববিদ্যালয়গুলোকে চিঠি দেওয়া হয়েছে। চিঠির জবাব পাওয়ার পর আগামী জুন মাসে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।