গুচ্ছভুক্ত খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে প্রথম মেধাতালিকায় ৯০০ এর বেশি আসন ফাঁকা রয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে এক হাজার ১০৯টি। প্রথম মেধাতালিকা থেকে ভর্তি হয়েছেন এক হাজার ২০২ জন। সে হিসাবে বিশ্ববিদ্যালয়টিতে এখনো এক হাজার ৯০৭টি আসন ফাঁকা রয়েছে।
বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ১২৮ জন, মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৩৫ জন এবং ব্যবসায় শিক্ষা শাখা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ৩৯ জন ভর্তি হয়েছেন।
এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। তিনি বলেন, স্থাপত্য ডিসিপ্লিন এবং চারুকলা স্কুলে ভর্তির জন্য যেসব শিক্ষার্থী সম্প্রতি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের ফলাফলের ভিত্তিতে দ্বিতীয় মেধাতালিকায় তাদের ভর্তি করা হবে। শিগগিরই দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়। আবেদন প্রক্রিয়া শেষ হয় ২৭ অক্টোবর। আর আবেদন ফি পরিশোধ করা গেছে ২৮ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি ৫০০ টাকা নির্ধারণ করা ছিল। একজন শিক্ষার্থী ৫০০ টাকা ফি পরিশোধ করে একটি বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটেই আবেদন করতে পেরেছেন।