জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষায় একটি বড় অংশ থাকে আইসিটি বিষয়ের উপর। গতবছর থেকে শুরু হওয়া এই গুচ্ছে বিজ্ঞান, বাণিজ্য কিংবা মানবিক, সকল ইউনিটেই ছিল আইসিটি।
কিন্তু এবছর আইসিটি নিয়ে শুরু হয়েছে ধোঁয়াশা। শোনা যাচ্ছে, অনেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবারের ভর্তি পরীক্ষায় আইসিটি বিষয় বাদ দিতে চেয়েছেন। এ বিষয়ে এখনও কোনো আলোচনা হয়নি। ঈদের পর বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আইসিটি বিষয় থেকে প্রশ্ন করে খুব একটা সুবিধা না পাওয়ায় এবারের ভর্তি পরীক্ষায় আইসিটি বিষয় বাদ দেয়ার পক্ষে অনেক উপাচার্য।
এখন পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে মিটিং করা হয়নি আইসিটি বাদ দেয়ার বিষয়ে। এই সাবজেক্ট বাদ দিতে চাইলে অবশ্যই সকল বিশ্ববিদ্যালয় মিলে সিদ্ধান্ত নিতে হবে। জানা গেছে, সিলেবাস কেমন হবে সে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি সিলেবাসের একটি নকশা তৈরি করবে। এছাড়া আইসিটি বাদ দেয়া যায় কিনা তা নিয়েও সুপারিশ করবে। তাদের সুপারিশ এর ভিত্তিতে পরবর্তীতে মিটিং করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
অনেকেই ভাবছে আইসিটির পরিবর্তে সাধারণ জ্ঞান দেবে। কিন্তু ধারণাটি সম্পূর্ণ ভুল। বিজ্ঞান ইউনিটে সাধারণ জ্ঞান যুক্ত হওয়ার কোন যৌক্তিকতাই আসে না। সাধারণ জ্ঞান যুক্ত করতে চাইলে মানবিক ইউনিটে করা যেতে পারে, যেমনটা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্য বিশ্ববিদ্যালয়ে হয়। তবে মজার বিষয়, সবাই সাধারণ জ্ঞান নিয়ে কথা বলছে, কিন্তু কমিটি এখনো এটা নিয়ে আলোচনাই করেনি। তাহলে অন্যরা কিভাবে এত শিওর ??
পরিশেষ, যে সিদ্ধান্তই হোক না কেন তা ঈদের পর স্পষ্ট করে জানানো হবে। ভর্তি পরীক্ষার্থীরা আপতত পূর্বের মানবন্টন অনুযায়ী আইসিটি বাদ দিয়ে প্রস্তুতি নাও। চূড়ান্ত সিদ্ধান্ত কিছুদিন পর আসলে সে অনুযায়ী বাকি বিষয়টি পড়বে।