গুচ্ছ পদ্ধতির ভর্তি প্রক্রিয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থাকলে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ দেওয়া হবে।
এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক গুচ্ছের বিরোধীতা করেছেন। যার ফলশ্রুতিতে জবির গুচ্ছে থাকা নিয়ে দেখা গিয়েছিল সংশয়। শিক্ষকদের কথাগুলো উপাচার্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) জানিয়েছে। ইউজিসি বিষয়টি সমাধানে বেশ কিছু সুপারিশ করেছে। ইউজিসির সুপারিশে অনেকটাই সন্তুষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । আগামী ২০ এপ্রিল জবির একাডেমিক কাউন্সিলের সভা রয়েছে। সভায় ইউজিসির সুপারিশমালা এবং তাদের চাওয়াগুলো সবার কাছে তুলে ধরা হবে।
দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জবিতে ভর্তির সুযোগ দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, আমরা গুচ্ছে থাকলে অবশ্যই সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেব। এবার একটি জেনারেল ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। গুচ্ছ নিয়ে যত সমস্যা ছিল এবার সব দূর হয়ে যাবে।
এককথায়,
জগন্নাথ বিশ্ববিদ্যালয় যদি গুচ্ছের মাঝে থাকে তাহলে সেকেন্ড টাইম চালু করবে তারা। অর্থাৎ গুচ্ছভুক্ত সকল বিশ্ববিদ্যালয়ে সেক্ষেত্রে সেকেন্ড টাইম থাকবে।
গুচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থাকবে কিনা তা নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত হবে ২০ এপ্রিল। ওইদিন সেকেন্ড টাইম সম্পর্কে আরো স্পষ্ট ধারণা পাওয়া যাবে। তবে যদি গুচ্ছের বাইরে যায় তারা, তাহলে সেকেন্ড টাইম চালু করার সম্ভাবনা নেই।