২৮ মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত ‘বঙ্গবন্ধু : বাংলাদেশ জাতিরাষ্ট্র সৃষ্টির মহানায়ক’ শীর্ষক আলোচনা সভায় শিক্ষামন্ত্রী গুচ্ছ থেকে বের না হতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনুরোধ করেছেন।
তিনি বলেন, গুচ্ছে আমরা প্রথমবারের মত এসেছি। একটা ফরমেট দাড় করিয়েছি। এখানে কিছু ভুল ত্রুটি থাকবেই। ভুল ত্রুটি সংশোধন করে আমরা দুই তিনবার চেষ্টা করে দেখতেই পারি। শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে কাউকে গুচ্ছ থেকে বের না হওয়ার অনুরোধ করছি।
তিনি আরো বলেন, শুধু ছাত্র ভর্তি নয়, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অ্যাকাডেমিক মাস্টারপ্ল্যান থাকতে হবে। বিশ্ববিদ্যালয়কে জানতে হবে আগামীতে নিজেকে কোন বিশেষ অবস্থানে দেখতে চায়৷ ধারণক্ষমতা অনুযায়ী যেন শিক্ষার্থী ভর্তি করানো হয়, ধারণক্ষমতার অতিরিক্ত ভর্তি করিয়ে আবাসন, খাবার, ক্লাসরুম সংকট যেন না হয়, এসব নিয়ে ভাবতে হবে। আমরা শুধু সংখ্যার দিকে তাকাবো না, আমাদের ভারসাম্যতার দিকেও দৃষ্টি দিতে হবে।