জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র তাদের অফিসিয়াল ওয়েবসাইটে থেকে ডাউনলোড করা যাবে। আজকে আমরা গুচ্ছ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড এর সময়সীমা, ডাউনলোড লিংক ও ডাউলোডের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানব। ( GST Admit Card Download 2020-21 )
গুচ্ছ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা
পুনরায় প্রবেশপত্র ডাউনলোড শুরু : ১৪ অক্টোবর
জিএসটি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড ২০২০-২১
গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র তাদের অফিশিয়াল ওয়েবসাইট https://gstadmission.ac.bd/ থেকে ডাউনলোড করতে হবে। ০৭-১০-২০২১ তারিখ দুপর ১২:০০ টা হতে ০৯-১০-২০২১ তারিখ রাত ১২:০০ টা পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করার সময়সীমা ছিল। সেই সময় শেষ হওয়ার পর পুনরায় ডাইনলোড এর সময় দেয়া হয়েছে। শিক্ষার্থীরা আগামী ১৪ অক্টোবর থেকে পুনরায় প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে।
GST গুচ্ছ ভর্তি পরীক্ষা প্রবেশপত্র ডাউনলোড এর নিয়ম
নির্দিষ্ট কিছু ধাপ অনুসরণ করে গুচ্ছ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।
- প্রথমে গুচ্ছ পরীক্ষার অফিশিয়াল ওয়েবসাইট https://gstadmission.ac.bd/ তে প্রবেশ করতে হবে।
- এরপর ADMIT CARD DOWNLOAD অপশনে ক্লিক করতে হবে।
- Applicant ID ও Password প্রদান করে লগইন করতে হবে।
- এরপর প্রবেশপত্র ডাউনলোড অপশনে ক্লিক করে জিএসটি গুচ্ছ পরীক্ষার প্রবেশপত্র পিডিএফ আকারে ডাউনলোড করতে হবে।
গুচ্ছের ছবি পরিবর্তন সম্পর্কিত নোটিশ
নিতান্ত প্রয়োজনে ছবি পরিবর্তন করতে হলে GST-ভূক্ত যে কোন বিশ্ববিদ্যালয়-এর রেজিস্ট্রার বরাবর প্রতিদিন (০৯-১০-২০২১ তারিখ হতে ১০-১০-২০২১ তারিখ পর্যন্ত) সকাল ১০:০০ টা বিকাল ৪:০০ টা পর্যন্ত নিম্নে উল্লেখিত কাগজপত্রসহ আবেদন করতে হবে।
- ১। ছবি পরিবর্তনের আবেদন
- ২। এইচএসসি/সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের কপি
- ৩। GST ভর্তি পরীক্ষায় আবেদনের Admit Card-এর কপি
- ৪। ৩০০x৩০০ পিক্সেল সাইজের রঙ্গিন ছবি (Softcopy)
গুচ্ছ পরীক্ষার আসন বিন্যাস কিভাবে দেখবে?
জিএসটি ভর্তি পরিক্ষার তারিখ
সমন্বিত বিশ্ববিদ্যালয়গুলোর GST ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। প্রতিটি ইউনিটের পরীক্ষা দুপুর ১২.০০ টায় শুরু হবে এবং ১.০০ টায় শেষ হবে ।
A ইউনিট – (বিজ্ঞান) | ১৭ অক্টোবর ২০২১ |
B ইউনিট – (মানবিক) | ২৪ অক্টোবর ২০২১ |
C ইউনিট -(বানিজ্য) | ০১ নভেম্বর ২০২১ |
প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কিত অফিশিয়াল নোটিশ
০৭-১০-২০২১ তারিখ দুপর ১২:০০ টা হতে ০৯-১০-২০২১ তারিখ রাত ১২:০০ টা পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

na
Vai.ami admit card download Korte pari nai.Er ki kuno bikolpo ni .Plz bolben kivabe admit card pabo
Amr bangir mobile ta harai gede.tai.gst websiter loging korte partase na
Gst er helpline ta ki pawa jabe.jodi apnar kase thake please help koren.
Amake please akta mail koiren