২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফি গতবারের চেয়ে এবার বাড়ছে। তবে কত বাড়ানো হতে পারে, এখনো চূড়ান্ত হয়নি।
২৭ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা বিষয়ক উপাচার্যদের কমিটির এক সভা শেষে গুচ্ছ কমিটির যুগ্ম আহবায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ড. ইমদাদুল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনার পরবর্তী সময়ে বর্তমানে সব জিনিসের দাম বেশি। সবকিছু বিবেচনা করে গুচ্ছ ভর্তি পরীক্ষার ফি গতবারের চেয়ে এবার বাড়তে পারে। এ বিষয়ে আমরা সভায় আলোচনা করেছি। আবেদন ফি কত হবে তা আগামী ৩০ মে তারিখের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে।