পরীক্ষার চূড়ান্ত আবেদনের সময় আগামীকাল মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) শেষ হওয়ার কথা থাকলেও সেটি বাড়ানো হবে। আবেদন কম হওয়ায় সময়সীমা বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সোমবার (৬ সেপ্টেম্বর) এ কথা জানান গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাক ফরিদ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, আমরা ভেবেছিলাম অনেক শিক্ষার্থী আবেদন করবে। তবে এখন পর্যন্ত খুব অল্প ছাত্রছাত্রী চূড়ান্ত ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন। আবেদনের সময়সীমা বাড়ানো ছাড়া আমাদের উপায় নেই।
আবেদনের সময় কতদিন বাড়ানো হবে; জানতে চাইলে শাবিপ্রবি উপাচার্য আরও বলেন, এটি আমার একার পক্ষে বলা সম্ভব হবে না। ২০ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। আগামীকাল এই বিষয়ে জানিয়ে দেওয়া হবে।