২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় এবার প্রাথমিক সিলেকশন থাকছে না। যোগ্যতা সম্পন্ন সকলেই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। গত সোমবার ২১টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভায় প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভা সূত্রে জানা গেছে, ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রাথমিক সিলেকশন নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার বিষয়টি আলোচনা হয়। সমালোচনা থেকে বেরিয়ে আসতে এবার প্রাথমিক সিলেকশন না রাখার সিদ্ধান্ত হয়েছে। ভর্তি আবেদনের সময় শিক্ষার্থীরা যেকোন একটি কেন্দ্র পছন্দ করতে পারবেন। পরবর্তীতে ওই কেন্দ্রেই তার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনের জন্য চাওয়া যোগ্যতা পূরণ করা সকলেই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকুল আরেফিন বলেন, এবার প্রাথমিক সিলেকশন থাকছে না। ভর্তি আবেদনের নির্দিষ্ট ‘ক্রায়টেরিয়া’ পূরণ করা সকলেই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে এবার অনেকগুলো পদক্ষেপ গহাতে নেওয়া হয়েছে। এর মধ্যে শিক্ষার্থীরা যে কেন্দ্র পছন্দ দেবে সেই কেন্দ্রে ভর্তি পরীক্ষা নেওয়া, একবারই ভর্তি হওয়া, ভর্তি হওয়ার পর মাইগ্রেশন সম্পন্ন হলে ভর্তির টাকা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোকে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। আগামী রবিবারের সভায় বিষয়গুলো চূড়ান্ত করা হবে।