চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবারের ভর্তি পরীক্ষায় জিপিএ বাড়ছে। ভর্তি কমিটি প্রতিটি ইউনিটে এ বছর জিপিএ শূন্য দশমিক পাঁচ (০.৫) বাড়ানোর পরিকল্পনা করেছে। আগামী ২৪ মে প্রসপেক্টাস কমিটির সভায় জিপিএ’র চূড়ান্ত তালিকা নির্ধারণ হবে।
ভর্তি আবেদন আগামী ১৫ জুন সকাল ১০টা থেকে শুরু হবে। আগামী ১৩ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এ ভর্তি আবেদন চলবে।
এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে না। পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী শুধুমাত্র যারা ২০১৯ সালে মাধ্যমিক ও ২০২১ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেছেন, তারা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে।
চবিতে এবার মোট চারটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। জাবির এ, বি, সি ও ডি ইউনিটে আবেদন ফি ৮৫০ টাকা। যা গেলে বছর থেকে ২০০ টাকা বেড়েছে।
আবেদনকারীর সংখ্যা বিবেচনা করে পরীক্ষা কয়েক শিফটে নেওয়া হবে। এজন্য ‘এ’, ‘বি’ ও ‘ডি’ ইউনিটের পরীক্ষার জন্য দুইদিন করে সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ১৬ ও ১৭ আগস্ট ‘এ’ ইউনিট, ১৯ আগস্ট ‘সি’ ইউনিট, ২০ ও ২১ আগস্ট ‘বি’ ইউনিট, ২২ ও ২৩ আগস্ট ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ২৪ আগস্ট সকালে উপ-ইউনিট ‘বি-১’ ও একই দিন বিকেলে ‘ডি-১’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২২ দেখতে এখানে ক্লিক কর।