চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) স্নাতক ২০২০-২০২১ সেশনে ভর্তি পরীক্ষা পাঁচটি ধাপে নেয়া হবে। ২৭ ও ২৮ অক্টোবর ‘বি’ ইউনিট, ২৯ অক্টোবর ‘সি’ ইউনিট, ৩০ ও ৩১ অক্টোবর ‘ডি’ ইউনিট ও ১ ও ২ নভেম্বর ‘এ’ ইউনিট পরীক্ষা। এছাড়া ৫ নভেম্বর উপ-ইউনিট ‘বি-১’ ও ‘ডি-১’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এরইমধ্যে পরীক্ষার্থীদের প্রবেশপত্র উত্তোলনের সময়সূচি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
‘বি’ ইউনিট ১২ অক্টোবর, ‘সি’ ইউনিট ১৪ অক্টোবর, ‘ডি’ ইউনিট ১৫ অক্টোবর, ‘এ’ ইউনিট ১৭ অক্টোবর, ‘বি-১’ ও ‘ডি-১’ উপ ইউনিট ২১ অক্টোবর থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। এছাড়া প্রতিটি ইউনিটের প্রবেশপত্র ভর্তি পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত উত্তোলন করা যাবে।