চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২২ | চবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট admission.cu.ac.bd এ প্রকাশিত হয় । যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক তাদের অব্যশই আগে থেকে ভর্তি পরীক্ষার বিভিন্ন ইউনিটের আসন সংখ্যা সম্পর্কে জানা উচিত । তাই আজকে আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা ২০২১-২০২২ নিয়ে বিস্তারিত আলোচনা করব ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক ইউনিট আসন সংখ্যা
২০২১-২২ সেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিট আসন সংখ্যা ও সাবজেক্টসমূহ নিচে দেয়া হলো-
বিষয় | আসন সংখ্যা |
পদার্থবিদ্যা | ১১০ |
রসায়ন | ১১০ |
গণিত | ১১০ |
পরিসংখ্যান | ১১০ |
ফলিত রসায়ন ও কেমিকৌশল | ৩০ |
ফরেস্ট্রি | ৪০ |
পরিবেশবিজ্ঞান | ৩৫ |
প্রাণিবিদ্যা | ১০০ |
উদ্ভিদবিজ্ঞান | ১০০ |
ভূগোল ও পরিবেশবিদ্যা | ৪০ |
প্রাণ রসায়ন ও অনুপ্রাণ | ৪০ |
মাইক্রোবায়োলজি | ৪০ |
মৃত্তিকা বিজ্ঞান | ৫০ |
জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি | ৩৫ |
মনোবিজ্ঞান | ২২ |
ফার্মেসি | ৩০ |
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ | ৬৫ |
ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং | ৫৫ |
ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস | ৪০ |
ওশানীগ্রাফী | ২৫ |
ফিসারিজ | ২৫ |
মোট আসন | ১২১২ টি |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খ ইউনিট আসন সংখ্যা
২০২১-২২ সেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিট আসন সংখ্যা ও সাবজেক্টসমূহ নিচে দেয়া হলো-
বিষয় | আসন |
দর্শন | ১২০ |
ইতিহাস | ১২০ |
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি | ১২০ |
আরবি ও ইসলামিক স্টাডিজ | ১২০ |
বাংলা | ১১০ |
ইংরেজি | ১১০ |
ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ | ১০৫ |
পালি | ৮৫ |
সংস্কৃত | ৭০ |
ফারসি ভাষা ও সাহিত্য | ৫০ |
বাংলাদেশ স্টাডিজ | ৫০ |
আধুনিক ভাষা ইনস্টিটিউটে | ৪১ |
নাট্যকলা (বি১ ইউনিট) | ৩৫ |
সংগীত (বি১ ইউনিট) | ৩০ |
চারুকলা (বি১ ইউনিট) | ৬০ |
মোট আসন | ১২২১ টি |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গ ইউনিট আসন সংখ্যা
২০২১-২২ সেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিট আসন সংখ্যা ও সাবজেক্টসমূহ নিচে দেয়া হলো-
বিষয় | আসন |
অ্যাকাউন্টিং | ৮৭ |
ম্যানেজমেন্ট | ৬৫ |
ফাইন্যান্স | ৯৫ |
মার্কেটিংয় | ৭৭ |
ব্যাংক অ্যান্ড ইনস্যুরেন্স | ৬৭ |
হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্ট | ৫০ |
মোট আসন | ৪৪১ টি |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট আসন সংখ্যা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট আসন সংখ্যা : ‘ডি’ ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগগুলোর মধ্যে সমাজবিজ্ঞান অনুষদের সব বিভাগ, আইন অনুষদের আইন বিভাগ, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সব বিভাগ (উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান/মানবিক শাখা) এবং জীববিজ্ঞান অনুষদের ভূগোল ও পরিবেশবিদ্যা এবং মনোবিজ্ঞান বিভাগ (উচ্চ মাধ্যমিকে মানবিক শাখা)। এই বিভাগগুলোতে আসন সংখ্যা মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে আসা শিক্ষার্থীদের মধ্যে ভাগ করে দেওয়া আছে। বিভাগভিত্তিক আসন সংখ্যা এরকম—
অর্থনীতি (মানবিক ৪০টি, বিজ্ঞান ৬৬টি ও ব্যবসায় ২৬টি মিলিয়ে ১৩২টি), রাজনীতি বিজ্ঞান (মানবিক ৫৩টি, বিজ্ঞান ৫৩টি ও ব্যবসায় ২৬টি মিলিয়ে ১৩২টি), সমাজতত্ত্ব (মানবিক ৫৩টি, বিজ্ঞান ৫৩টি ও ব্যবসায় ২৬টি মিলিয়ে ১৩২টি), লোকপ্রশাসন (মানবিক ৫৩টি, বিজ্ঞান ৫৩টি ও ব্যবসায় ২৬টি মিলিয়ে ১৩২টি), নৃবিজ্ঞান (মানবিক ৩৪টি, বিজ্ঞান ৩৪টি ও ব্যবসায় ১৭টি মিলিয়ে ৮৫টি), আন্তর্জাতিক সস্পর্ক (মানবিক ৩৪টি, বিজ্ঞান ৩৪টি ও ব্যবসায় ১৭টি মিলিয়ে ৮৫টি), যোগাযোগ ও সাংবাদিকতা (মানবিক ২৪টি, বিজ্ঞান ২৪টি ও ব্যবসায় ১২টি মিলিয়ে ৬০টি), ডেভেলপমেন্ট স্টাডিজ (মানবিক ১২টি, বিজ্ঞান ১২টি ও ব্যবসায় ৬টি মিলিয়ে ৩০টি), ক্রিমিনোলজি ও পুলিশ সায়েন্স (মানবিক ১২টি, বিজ্ঞান ১২টি ও ব্যবসায় ৬টি মিলিয়ে মোট ৩০টি আসন)।
এই ইউনিটে আইন বিভাগের ১১৫টি আসন সবার জন্য উন্মুক্ত। বাকি বিভাগগুলোর মধ্যে অ্যাকাউন্টিংয়ে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য ২০টি ও মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য তিনটি, ম্যানেজমেন্টে বিজ্ঞান শাখার জন্য ৪০টি ও মানবিক শাখার জন্য পাঁচটি, ফাইন্যান্সে বিজ্ঞান শাখার জন্য ১০টি ও মানবিক শাখার জন্য পাঁচটি, মার্কেটিংয়ে বিজ্ঞান শাখার জন্য ৩০টি ও মানবিক শাখার জন্য তিনটি, ব্যাংকি অ্যন্ড ইনস্যুরেন্সে বিজ্ঞান শাখার জন্য ৩০টি ও মানবিক শাখার জন্য তিনটি, হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্টে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য ৪৭টি ও মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য তিনটি আসন রয়েছে। এর বাইরে মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ভূগোল ও পরিবেশবিদ্যায় ১০টি ও মনোবিজ্ঞানে ১৮টি আসন রয়েছে।