চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদনের সময় আরো ৫ দিন বৃদ্ধি করা হয়েছে। আবেদন করা যাবে ৮ জুলাই (শুক্রবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ইউনিট প্রতি নির্ধারিত আবেদন ফি ১৫ জুলাই (শুক্রবার) পর্যন্ত দেওয়া যাবে। এরইমধ্যে আবেদন জমা পড়েছে ১ লাখ ১৫ হাজার ৩৫৮ শিক্ষার্থীর।
বন্যা কবলিত এলাকায় বসবাসরত শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে চবি ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ৫ম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
রোববার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এবং ভর্তি কমিটির সদস্য সচিব এস. এম. আকবর হােছাইন সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন ৮ জুলাই (শুক্রবার) রাত ১২টা পর্যন্ত করা যাবে। ১৫ জুলাই ২০২২ তারিখ (শুক্রবার) রাত ১২টা পর্যন্ত ইউনিট/উপ-ইউনিট প্রতি নির্ধারিত আবেদন ফি জমা দেয়া যাবে।
এর আগে গত ১৫ জুন থেকে শুরু হয় ভর্তির অনলাইন আবেদন। সময় আজ শেষ হলেও পুনরায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।