জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেরা কলেজে তালিকা ২০২২ নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেরা ১০ টি কলেজ ২০২২
- রাজশাহী কলেজ, রাজশাহী
- গভর্নমেন্ট আজিজুল হক কলেজ, বগুড়া
- ইডেন মহিলা কলেজ, ঢাকাঢাকা কলেজ, ঢাকা
- ঢাকা কমার্স কলেজ, ঢাকা (প্রাইভেট)
- গভর্নমেন্ট সাদাত কলেজ, টাঙ্গাইল
- আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহঃকারমাইকেল কলেজ রংপুর
- ব্রজমোহন কলেজ, বরিশাল
- লালমাটিয়া মহিলা কলেজ, ঢাকা (প্রাইভেট)
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সেরা কলেজগুলোর তালিকা
নিচের অংশে বাংলাদেশের সেরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর তালিকা পেয়ে যাবেন এছাড়াও বাংলাদেশের বিভাগ অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সেরা কলেজ গুলোর তালিকা দেওয়া আছে। সেরা কলেজ নির্বাচনের ক্ষেত্রে কোন কলেজ গুলো ভালো তা জানো অতীব জরুরী। আমাদের নিচের অংশে সেরা কলেজগুলো নির্বাচন করা হয়েছে তাদের নম্বরের ওপর ভিত্তি করে। জাতীয় বিশ্ববিদ্যালয় হতে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর তালিকা প্রকাশ করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপচার্য ডক্টর হারুন-অর-রশিদ জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সেরা কলেজ গুলোর তালিকা ঘোষণা করে।
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সেরা কলেজ গুলো নিচের অংশ থেকে জানতে পারবেন। জেনে রাখা ভালো সারা বাংলাদেশের মোট 685টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ রয়েছে।
ঢাকার সেরা সরকারি ও বেসরকারি কলেজের তালিকা
১. ঢাকা কমার্স কলেজ, ঢাকা (বেসরকারি)
২. সরকারি সা’দত কলেজ, টাঙ্গাইল,
৩. তেজগাঁও কলেজ, ঢাকা, (বেসরকারি)
৪. সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ, ঢাকা, (বেসরকারি)
৫. লালমাটিয়া মহিলা কলেজ, ঢাকা (বেসরকারি)
৬. সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, ঢাকা (বেসরকারি)
৭. সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর
৮. সরকারি গুরুদয়াল কলেজ
৯. হাবিবুল্লাহ বাহার কলেজ, ঢাকা, (বেসরকারি)
১০. আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা (বেসরকারি)
চট্টগ্রামের সেরা সরকারি ও বেসরকারি কলেজের তালিকা
১. সরকারি ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা
২. ফেনী সরকারি কলেজ, ফেনী
৩. চট্টগ্রাম সরকারি কলেজ, চট্টগ্রাম
৪. সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম
৫. ব্রাহ্মণবাড়ীয়া সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়ীয়া
৬. নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী
৭. হাটহাজারী কলেজ, চট্টগ্রাম
৮. সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজ, চট্টগ্রাম
৯. চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম
১০. চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর,
খুলনার সেরা সরকারি ও বেসরকারি কলেজের তালিকা
১. সরকারি ব্রজলাল (বিএল) কলেজ, খুলনা
২. সরকারি এম এম কলেজ, যশোর
৩. কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ, কুষ্টিয়া
৪. সীমান্ত আদর্শ কলেজ, সাতক্ষীরা, ( বেসরকারি)
৫. যশোর ক্যান্টমেন্ট কলেজ, যশোর, (বেসরকারি)
৬. ঝিকরগাছা মহিলা কলেজ, যশোর, (বেসরকারি)
৭. এম.এস. জোহা ডিগ্রি কলেজ, আলমডাঙ্গা, (বেসরকারি)
৮. কুমিরা মহিলা ডিগ্রি কলেজ, সাতক্ষীরা (বেসরকারি)
৯. খানজাহান আলী আদর্শ কলেজ, খুলনা, (বেসরকারি)
১০.যশোর সরকারি মহিলা কলেজ, যশোর
রাজশাহীর সেরা সরকারি ও বেসরকারি কলেজের তালিকা
১. রাজশাহী কলেজ, রাজশাহী
২. সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া
৩. সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা
৪. ভবানীগঞ্জ কলেজ, রাজশাহী
৫. সৈয়দ আহমদ কলেজ, সুখানপুর, বগুড়া (বেসরকারি)
৬. হাজী ওয়াহেদ মরিয়ম কলেজ, সিরাজগঞ্জ ( বেসরকারি)
৭. সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জ
৮. দাওকান্দি কলেজ, রাজশাহী
৯. রাজশাহী কোর্ট কলেজ, রাজশাহী, (বেসরকারি)
১০. এন. এস. সরকারি কলেজ, নাটের
রংপুরের সেরা সরকারি ও বেসরকারি কলেজের তালিকা
১. কারমাইকেল কলেজ, রংপুর
২. দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর
৩. রংপুর সরকারি কলেজ, রংপুর
৪. উত্তরবাংলা কলেজ, কাকিনা, লালমনিরহাট (বেসরকারি)
৫. হাতিবান্ধা আলিমুদ্দিন কলেজ, লালমনিরহাট
৬. সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর
৭. কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম
৮. লালমনিরহাট সরকারি কলেজ, লালমনিরহাট
৯. গাইবান্ধা সরকারি কলেজ, গাইবান্ধা
১০. কে বি এম কলেজ, দিনাজপুর, (বেসরকারি)
ময়মনসিংহের সেরা সরকারি ও বেসরকারি কলেজের তালিকা
১. সরকারি আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ
২. জাহানারা লতিফ মহিলা কলেজ, ময়মনসিংহ (বেসরকারি)
৩. মুমিনুন্নেসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ
৪. ইসলামপুর কলেজ, জামালপুর
৫. নেত্রকোনা সরকারি কলেজ, নেত্রকোনা
৬. শহীদ স্মৃতি সরকারি কলেজ, মুক্তাগাছা, ময়মনসিংহ
৭. কৃষ্ণপুর হাজী আলী আকবর পাবলিক কলেজ, ময়মনসিংহ, (বেসরকারি)
বরিশালের সেরা সরকারি ও বেসরকারি কলেজের তালিকা
১. সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, বরিশাল
২. সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল
৩. সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর
৪. ভোলা সরকারি কলেজ, ভোলা
সিলেটের সেরা সরকারি ও বেসরকারি কলেজের তালিকা
১. এম সি কলেজ, সিলেট
২. দক্ষিণ সুরমা কলেজ, সিলেট
৩. মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীাজার
৪. বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ
৫. সরকারি মহিলা কলেজ, সিলেট
৬. মদনমোহন কলেজ, সিলেট
৭. সরকারি শ্রীমঙ্গল কলেজ, মৌলভীবাজার