জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩১ জুলাই থেকে শুরু হবে। এদিন ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে জাবির এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে।
শুক্রবার (১৫ জুলাই) দুপুরে জাবির কেন্দ্রীয় ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এসএসসি পরীক্ষা বিবেচনায় জাবির ভর্তি পরীক্ষার মূল তারিখ নির্ধারণ করা হয়েছে। এসএসসি পরীক্ষা শুরু হলে তো আমাদের ধারণক্ষমতা কমে যায়। এসব চিন্তা করেই জাবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হচ্ছে।
তিনি আরও জানান, জাবির ভর্তি পরীক্ষা ৩১ জুলাই শুরু হবে। সি ইউনিট দিয়ে শুরু হবে। আর যেহেতু আমরা এখনো ধারণক্ষমতা নির্ধারণ করতে পারিনি, সেইজন্য ওইভাবে চূড়ান্ত করা হয়নি। আগামী রোববার (১৭ জুলাই) আসন ব্যবস্থাপনা কমিটি আমাদেরকে ফাইনালভাবে রিপোর্ট দিবেন। তখন আমরা দেখবো। সবকিছু প্রস্তুত রয়েছে, রিপোর্ট পেলেই আমরা তারিখ দিয়ে দিতে পারবো।