জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২২ প্রকাশিত হয়েছে । আজকের এই পোস্টে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সম্পর্কিত ১১ টি গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
জাবি ভর্তির ১১ টি গুরুত্বপূর্ণ তথ্য
১. ভর্তি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে । সেকেন্ড টাইম আছে।
২. পরীক্ষা হবে জাবির ক্যাম্পাসেই ।
৩. ভর্তি পরীক্ষা হবে শিফটভিত্তিক । পরবর্তীতে পরীক্ষার সময় ও তারিখ দেওয়া হবে ওয়েবসাইট এ।
৪. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিজ্ঞানের ইউনিটগুলো দিয়ে শুরু হয়। সুতরাং A ও D প্রথম চার দিনের মধ্যেই হয়ে যেতে পারে।তারপর বাকি গুলো।
৫. পরীক্ষা সময় ৫৫ মিনিট। মোট নম্বর ৮০। তবে OMR পূরণের জন্য আলাদাভাবে ৫ মিনিট সময় দেওয়া হবে। প্রশ্নপত্রে নিচে দুটো বাক্য থাকে যা তোমাকে OMR শীটে লিখতে হবে।
৬.বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা জাবির সব গুলো (৫ টি) ইউনিটে আবেদন করতে পারবে। ব্যবসা ও মানবিক শাখার শিক্ষার্থী A ও D বাদে বাকি তিনটি ইউনিটে (B,C,E) আবেদন করতে পারবে।
৭. A,B,C,E ইউনিটের প্রতিটির আবেদন ফি ৯০০৳
এবং D ইউনিট এর আবেদন ফি ৬০০৳।
৮.আবেদন করার আগে অবশ্যই সার্কুলার এর সাবজেক্ট ভিওিক কন্ডিশন গুলো + আবেদন প্রসেস ভালোভাবে পড়ে এবং বুঝে এপ্লাই করবে।
৯. C ইউনিটের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতও্ব বিভাগের এবং চারুকলা বিভাগের ২০ নম্বরের ব্যবহারিক পরীক্ষা পরবর্তী সময়ে নেয়া হবে।
১০. সকল ইউনিটের জন্য MCQ পাশ নম্বর ন্যূনতম ৩৩% । আলাদাভাবে সাবজেক্ট ভিওিক পাশ করা লাগে না, সব মিলিয়ে পাশ।
১১. ই ইউনিট / আইবিএ ইউনিটের সমসাময়িক ব্যবসায়িক বিষয়াবলি হলো সম্প্রতি ঘটা কিছু ব্যবসায়িক বিষয় যেমনঃ বাংলাদেশ বাজেট,জিডিপি,বিপনন ও ব্যবস্থাপনা,ব্যবসার শ্রেণিবিভাগ,ব্যাংকিং ব্যবস্থা,ব্যবসার যুগ /ধারণা, রেমিটেন্স,আমদানি, রপ্তানি,অর্থনৈতিক সমীক্ষা,ব্যবসার পরিণতি/মন্দা অবস্থা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার দেখতে এখানে ক্লিক কর।