জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট juniv-admission.org এ প্রকাশিত হয়েছে। এই পোস্টে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভর্তি যোগ্যতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিট পরিচিতি
২০২১-২২ সেশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইউনিট কমিয়ে ৫ টি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইউনিটসমূহ ও তার অন্তর্ভুক্ত অনুষদ নিচে দেয়া হলো –
- এ ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি)
- বি ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ)
- সি ইউনিট (কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট)
- ডি ইউনিট (জীববিজ্ঞান অনুষদ)
- ই ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ ও ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিষ্ট্রেশন (আইবিএ-জেইউ)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আবেদন যোগ্যতা
- ২০১৮ সাল ও তার পরবর্তী বছরসমূহের মাধ্যমিক/সমমানের পরীক্ষা এবং ২০২০ ও ২০২১ সালের উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
- মাধ্যমিক/সমমান ও উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষার ৪র্থ বিষয়সহ মোট জিপিএ গণনা করা হবে।
- জি.সি.ই. ২০১৬ সাল থেকে তৎপরবর্তী সাল পর্যন্ত লেভেল পরীক্ষায় অন্তত ৫টি (পাঁচ) বিষয়ে এবং ২০২০ অথবা ২০২১ সালের A লেভেল পরীক্ষায় অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে।
- আবেদনকারীর লেভেল এবং A লেভেলের মোট ৭ (সাত)টি বিষয়ের মধ্যে ৪ (চার)টি বিষয়ে কমপক্ষে B গ্রেড ও ৩ (তিন)টি বিষয়ে কমপক্ষে C গ্রেড থাকতে হবে। প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থী যে কোন ইউনিটে আবেদন করতে পারবে।
ইউনিট ভিত্তিক আবেদন যোগ্যতা
জাবি এ ইউনিট আবেদন যোগ্যতা
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
বিভাগের নাম | মােট জিপিএ | বিশেষ যোগ্যতা |
গণিত | ৮.০০ | গণিতে A- (মাইনাস) গ্রেড |
পরিসংখ্যান | ৮.০০ | পরিসংখ্যান/গণিতে নূন্যতম A- গ্রেড |
রসায়ন | ৮.৫০ | রসায়নে নূন্যতম A এবং গণিতে নূন্যতম A- গ্রেড। |
পদার্থবিজ্ঞান | ৮.০০ | পদার্থবিজ্ঞান ও গণিতে নূন্যতম A গ্রেড। |
ভূতাত্ত্বিক বিজ্ঞান | ৮.৫০ | পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে A- (মাইনাস) গ্রেড |
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং | ৯.০০ | পদার্থবিজ্ঞান ও গণিতে নূন্যতম A+ গ্রেড |
পরিবেশ বিজ্ঞান | ৮.৫০ | গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান ও জীববিদ্যায় A- (মাইনাস) গ্রেড |
ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি | ৯.০০ | পদার্থবিজ্ঞান ও গণিতে A+ গ্রেড |
জাবি বি ইউনিট আবেদন যোগ্যতা
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। তবে আইন বিভাগের জন্য ৪.০০ থাকতে হবে।
বিষয় | মোট জিপিএ | যোগ্যতা |
অর্থনীতি | ৮.০০ | ইংরেজিতে A- ও গণিতে A গ্রেড |
ভূগোল ও পরিবেশ | ৮.০০ | বাংলা ও ইংরেজিতে A- গ্রেড |
সরকার ও রাজনীতি | ৮.০০ | বাংলা ও ইংরেজিতে A- গ্রেড |
নৃবিজ্ঞান | ৮.০০ | বাংলা ও ইংরেজিতে A- গ্রেড |
নগর ও অঞ্চল পরিকল্পনা | ৮.০০ | ইংরেজিতে A- ও গণিতে A গ্রেড |
লোক প্রশাসন | ৮.০০ | ইংরেজিতে A গ্রেড |
আইন ও বিচার | মানবিক ৮.০০ বাণিজ্য ৮.০০ বিজ্ঞান ৮.৫০ | এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে বাংলা ও ইংরেজিতে A- গ্রেড |
জাবি সি ইউনিট আবেদন যোগ্যতা
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।
বিষয় | মোট জিপিএ | যোগ্যতা |
বাংলা | ৮.০০ | এসএসসি ও এইচএসসি পৃথকভাবে বাংলা A- ও ইংরেজিতে A |
ইংরেজি | ৮.০০ | এসএসসি ও এইচএসসি পৃথকভাবে ইংরেজিতে A |
ইতিহাস | ৮.০০ | বাংলা ও ইংরেজিতে A- |
দর্শন | ৮.০০ | বাংলা ও ইংরেজিতে A- |
নাটক ও নাট্যতত্ব | ৭.০০ | বাংলা ও অন্য যেকোন একটি বিষয়ে A- |
প্রত্নতত্ত্ব | ৮.০০ | বাংলা ও ইংরেজিতে A- |
আন্তর্জাতিক সম্পর্ক | ৮.০০ | এসএসসি ও এইচএসসি পৃথকভাবে ইংরেজিতে A+ |
জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ | ৮.০০ | এসএসসি ও এইচএসসি পৃথকভাবে বাংলা ও ইংরেজিতে A |
চারুকলা | ৭.০০ | বাংলা ও ইংরেজিতে A- |
বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি | মানবিক ৭.৫০ বাণিজ্য ৮.০০ বিজ্ঞান ৮.০০ | বাংলা ও ইংরেজিতে A- |
জাবি ডি ইউনিট আবেদন যোগ্যতা
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
বিষয় | মােট জিপিএ | যোগ্যতা |
উদ্ভিদবিজ্ঞান | ৯.০০ | জীববিজ্ঞান/কৃষিবিজ্ঞানে A- |
প্রাণিবিদ্যা | ৯.০০ | জীববিজ্ঞানে A- |
ফার্মেসী | ৯.০০ | রসায়ন ও জীববিজ্ঞানে A এবং পদার্থ ও গণিতে A- |
প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান | ৯.০০ | রসায়ন ও জীববিজ্ঞানে A |
মাইক্রোবায়ােলজি | ৯.০০ | রসায়ন , জীববিজ্ঞান ও ইংরেজিতে A |
বায়ােটেকনােলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং | ৯.০০ | রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান ও গণিতে A |
পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স | ৯.০০ | রসায়ন ও জীববিজ্ঞান ও গণিতে A |
জাবি ই ইউনিট আবেদন যোগ্যতা
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে মানবিক/ব্যবসায় শিক্ষা/সমমান শাখায় ন্যূনতম জিপিএ ৩.৭৫ এবং বিজ্ঞান শাখায় ৪.০০ থাকতে হবে।
বিষয় | মােট জিপিএ | যোগ্যতা |
ফিন্যান্স এন্ড ব্যাংকিং মার্কেটিং একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস ম্যানেজমেন্ট স্টাডিজ | বিজ্ঞান: ৮.৫০ ব্যবসায় শিক্ষা /মানবিক ও অন্যান্য শাখা: ৮.০০ | ইংরেজি এবং গণিত/অর্থনীতি/ হিসাববিজ্ঞান/ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় A- |
বিবিএ | বিজ্ঞান: ৯.০০ ব্যবসায় শিক্ষা /মানবিক ও অন্যান্য শাখা: ৮.৫০ | বিজ্ঞান: ইংরেজি এবং গণিত/পরিসংখ্যানে A- অন্যান্য শাখা: ইংরেজি এবং গণিত/অর্থনীতি/ হিসাববিজ্ঞান/ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায়/ ফাইন্যান্স/ ব্যাংকিং এবং ইন্সুরেন্সে A- |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২২






