ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২২ অনুযায়ী আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদন ফি নিয়ে বিস্তারিত আলোচনা করব।
ঢাকা বিশ্ববিদ্যালয় আবেদন ফি ২০২২
এবছর ঢাকা বিশ্ববিদ্যালয় আবেদন ফি আবারও বাড়তে যাচ্ছে। এবার ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফি ৩৫০ টাকা বাড়িয়ে ১ হাজার টাকা করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।
আজ বুধবার। ৬ এপ্রিল ২০২২ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় আবেদন ফি এক হাজার টাকা করার প্রাথমিক এ সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ৩ জুন থেকে শুরু করাসহ আরও কিছু সিদ্ধান্ত হয়েছে।
ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ানোর পেছনে মুনাফার কোনো চিন্তা নেই দাবি করে উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, ‘বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষার কেন্দ্র হওয়ায় আমাদের ব্যয়টা অনেক বেশি। গত বছর (২০২০-২১ শিক্ষাবর্ষ) অনেক ভর্তুকি দিতে হয়েছে। যেটা নির্ধারণ করা হয়েছে, খরচ তার চেয়েও বেশি হতে পারে।’
উপাচার্য আরও বলেন, ‘গত বছরের অভিজ্ঞতা পর্যালোচনা করে ডিনরা বলেছেন, “এই ফি ১ হাজার ২০০ বা ১ হাজার ৩০০ টাকা হলে যথাযথ হয়।” শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমরা বলেছি, এটি কোনোভাবেই এক হাজার টাকার ওপরে নেওয়া যায় না। ভর্তুকি যাতে না দিতে হয়, সে জন্য হয়তো শিক্ষকেরা স্যাক্রিফাইস (ত্যাগ স্বীকার) করবেন। শিক্ষকদের অনেক কাজই বিনা পয়সায় করতে হবে।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুনাফা করার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২২ দেখতে এখানে ক্লিক কর।