ঢাকা বিশ্ববিদ্যালয়! একটি স্বপ্নের নাম! অনেকেই একে প্রাচ্যের অক্সফোর্ড বলেও থাকে। উচ্চ মাধ্যমিক পাশ করে বেশিভাগ শিক্ষার্থীর প্রধান লক্ষ্য হয়ে থাকে দেশের সর্বচ্চো বিদ্যাপীঠে পড়ালেখার। ঢাকা বিশ্ববিদ্যালয় সকল ইউনিট আসন সংখ্যা নিয়েই আজকের এই লেখাটি।
শুরুতেই জেনে নেই, ক ইউনিট সম্পর্কে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, বানিজ্য ও মানবিক বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে। তিন বিভাগের জন্য আলাদা আলাদা করে ইউনিট ভাগ করা হয়েছে। আর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ক ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়ে বিজ্ঞানের বিষয়গুলোতে ভর্তি হতে পারবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট আসন সংখ্যা
২০২১-২০২২ শিক্ষাবর্ষ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে আসন সংখ্যা ছিল মোট ১৮১৫ টি। ক ইউনিটে ৫ টি অনুষদ ও ৫ টি ইন্সটিটিউটের অধীনে মোট ৩২ টি বিষয় রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিটের অনুষদগুলো হচ্ছে–
- বিজ্ঞান অনুষদ
- জীববিজ্ঞান অনুষদ
- ফার্মেসি অনুষদ
- আর্থ এন্ড এনভায়রমেন্টাল সায়েন্সেস অনুষদ
- ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি অনুষদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিটের ইন্সটিটিউটগুলো হচ্ছে–
- তথ্য প্রযুক্তি ইন্সটিটিউট
- পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইন্সটিটিউট
- খাদ্য ও পুষ্টিবিজ্ঞান ইন্সটিটিউট
- লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউট
- শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট
ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট বিষয় ভিত্তিক আসন সংখ্যা
পদার্থবিজ্ঞান | ১৪০ |
গনিত | ১৩০ |
পরিসংখ্যান | ৮৮ |
রসায়ন | ৯০ |
ফলিত গনিত | ৭০ |
মৃত্তিকা, পানি ও পরিবেশ | ১২০ |
প্রাণিবিজ্ঞান | ১০০ |
মনোবিজ্ঞান | ৫০ |
মৎস বিজ্ঞান | ৪০ |
উদ্ভিদবিজ্ঞান | ৭৫ |
প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান | ৬০ |
অনুজীব বিজ্ঞান | ৪০ |
জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি | ১৭ |
দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা | ৩০ |
ভূতত্ত্ব | ৫০ |
ভূগোল ও পরিবেশ | ৫০ |
সমুদ্রবিজ্ঞান | ২৫ |
আবহাওয়াবিজ্ঞান | ২০ |
ফার্মেসি | ৬৫ |
লেদার ইঞ্জিনিয়ারিং | ৫০ |
ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং | ৫০ |
লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং | ৫০ |
পুষ্টি ও খাদ্য বিজ্ঞান | ৩৫ |
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং | ৩০ |
ফলিত পরিসংখ্যান | ৫০ |
জীববিজ্ঞান বিষয়ক আই.ই.আই | ২৫ |
ভৌত বিজ্ঞান বিষয়ক আই.ই.আই | ৩০ |
ইলেকট্রিকাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং | ৭০ |
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং | ৬০ |
ফলিত রসায়ন ও কেমিকৌশল | ৬০ |
নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং | ২৫ |
রোবটিক্স ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং | ২০ |
মোট আসন | ১৮১৫ |

ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট আসন সংখ্যা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে ২০২০-২০২১ শিক্ষাবর্ষ অনুযায়ী মোট আসন ছিল ২,৩৭৮ টি। তবে সার্কুলারে কোন বিষয়ে কয়টি করে আসন বরাদ্দ আছে সেটা উল্লেখ করা হয়নি। খ ইউনিটে মোট বিষয় রয়েছে ৪৪ টি। নিচের ছকে সাবজেক্টগুলোর তালিকা দেওয়া হল–
ক্রমিক | বিষয় |
---|---|
০১ | ইংরেজি |
০২ | বাংলা |
০৩ | দর্শন |
০৪ | আরবি |
০৫ | উর্দু |
০৬ | ইতিহাস |
০৭ | সংস্কৃত |
০৮ | ইসলামিক স্টাডিজ |
০৯ | পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ |
১০ | ফারসি ভাষা ও সাহিত্য |
১১ | বিশ্ব ধর্ম ও সংস্কৃতি |
১২ | ভাষাবিজ্ঞান |
১৩ | নৃত্যকলা |
১৪ | সংগীত |
১৫ | থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ |
১৬ | তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা |
১৭ | ইসলামের ইতিহাস ও সংস্কৃতি |
১৮ | গণযোগাযোগ ও সাংবাদিকতা |
১৯ | সমাজ বিজ্ঞান |
২০ | পপুলেশন সায়েন্সেস |
২১ | নৃবিজ্ঞান |
২২ | অর্থনীতি |
২৩ | লোক প্রশাসন |
২৪ | রাষ্ট্রবিজ্ঞান |
২৫ | টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি |
২৬ | উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ |
২৭ | জাপানিজ স্টাডিজ |
২৮ | কমিউনিকেশন ডিজঅর্ডারস |
২৯ | ক্রিমিনোলজি |
৩০ | শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন |
৩১ | প্রিন্টিং এন্ড পাবলিকেশন স্টাডিজ |
৩২ | উন্নয়ন অধ্যয়ন |
৩৩ | আইন |
৩৪ | ভূগোল ও পরিবেশ |
৩৫ | মনোবিজ্ঞান |
৩৬ | সমাজকল্যাণ |
৩৭ | স্বাস্থ্য অর্থনীতি |
৩৮ | শিক্ষা ও গবেষণা |
৩৯ | ডিজাস্টার ম্যানেজমেন্ট |
৪০ | ইংরেজি ভাষা ও অন্যান্য |
৪১ | ফ্রেঞ্চ ভাষা ও সংস্কৃতি |
৪২ | জাপানি ভাষা ও সংস্কৃতি |
৪৩ | চাইনিজ ভাষা ও সংস্কৃতি |
৪৪ | আন্তর্জাতিক সম্পর্ক |

ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট আসন সংখ্যা
গ ইউনিটে শুধুমাত্র বানিজ্য বিভাগের শিক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেইন চার ইউনিটের মধ্যে গ ইউনিটে ভর্তি পরীক্ষা দেয় কম। কিন্তু গ ইউনিটে আসন সংখ্যাও অন্যান্য ইউনিটের চেয়ে কম। গ ইউনিটে আসন সংখ্যা ১২৫০ টি।
গ ইউনিট ব্যবসা শিক্ষা অনুষদে মোট সাবজেক্ট আছে মাত্র ৯ টি। কিন্তু ৮ টি সাবজেক্টেই আসন সংখ্যা ১০০ এর উপরে। শুধুমাত্র অর্গানাইজেশন স্ট্র্যেটেজি এন্ড লিডারশীপ বিষয়ে আসন সংখ্যা তুলনামূলক কম, মাত্র ৩৫ টি।
বিষয় | আসন |
---|---|
একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস | ১৮০ |
ফিন্যান্স | ১৮০ |
ম্যানেজমেন্ট | ১৮০ |
মার্কেটিং | ১৮০ |
ব্যাংকিং এন্ড ইন্সুইরেন্স | ১৫০ |
ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস | ১১৫ |
ইন্টারন্যাশনাল বিজনেস | ১১৫ |
টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট | ১১৫ |
অর্গানাইজেশন স্ট্র্যেটেজি এন্ড লিডারশীপ | ৩৫ |
মোট | ১২৫০ |

ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট আসন সংখ্যা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভাগ পরিবর্তন ইউনিট হচ্ছে ঘ ইউনিট। এই ইউনিটে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক তিন বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘ ইউনিটে সবচেয়ে বেশি ভর্তিচ্ছু আবেদন করে এবং এই ইউনিটে প্রতিযোগিতা অনেক বেশি হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে আসন সংখ্যা মোট ১৫৭০ টি। কিন্তু এই আসন আবার তিন বিভাগের জন্যে ভাগ করে দেওয়া আছে। যেখানে বিজ্ঞান বিভাগের জন্য সবচেয়ে বেশি আসন আছে, বাণিজ্য বিভাগের জন্যেও কিছু আসন আছে। কিন্তু মানবিক বিভাগের জন্য আসন খুবই কম, মাত্র ৫০ এর কিছু অধিক আসন বরাদ্দ আছে।
বিভাগ | আসন |
---|---|
বিজ্ঞান | ১১১৭ |
বাণিজ্য | ৪০০ |
মানবিক | ৫৩ |
মোট | ১৫৭০ |
ঘ ইউনিটে অনুষদ আছে ৫ টি এবং ইন্সটিটিউট আছে ৫ টি। আর মোট বিষয়ের সংখ্যা ৫৫ টি। অনুষদগুলো হচ্ছে–
- আইন অনুষদ
- কলা অনুষদ
- সামাজিক বিজ্ঞান অনুষদ
- জীববিজ্ঞান অনুষদ
- আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ
- বিজ্ঞান অনুষদ
- ব্যবসায় শিক্ষা অনুষদ
ঘ ইউনিট ভুক্ত ইন্সটিটিউটগুলো হচ্ছে–
- সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট
- স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট
- শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট
- ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট
- আধুনিক ভাষা ইনস্টিটিউট
ঘ ইউনিটে বিজ্ঞান বিভাগের আসন সবচেয়ে বেশি। মোট আসন ১১১৭ টি। চলো দেখে নেই, কোন বিষয়ে বিজ্ঞান বিভাগের জন্য কয়টি করে আসন বরাদ্দ আছে।
বিষয়ের নাম | আসন সংখ্যা |
---|---|
ইংরেজি | ২০ |
বাংলা | ২৫ |
আরবি | ৩০ |
সংস্কৃত | ২০ |
ফারসি ভাষা ও সাহিত্য | ২০ |
পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ | ১৮ |
উর্দু | ৩০ |
ইতিহাস | ২৩ |
দর্শন | ২৫ |
ইসলামিক স্টাডিজ | ২৫ |
থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ | ৭ |
তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা | ১৫ |
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি | ২৫ |
নৃত্যকলা | ১০ |
ভাষাবিজ্ঞান | ২০ |
বিশ্বধর্ম ও সংস্কৃতি | ৩৫ |
সংগীত | ২০ |
অর্থনীতি | ৭০ |
রাষ্ট্রবিজ্ঞান | ৮০ |
আন্তর্জাতিক সম্পর্ক | ৪৫ |
সমাজ বিজ্ঞান | ৩৫ |
শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন | ২০ |
উন্নয়ন অধ্যয়ন | ১০ |
টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি | ১৫ |
উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ | ২০ |
নৃবিজ্ঞান | ২০ |
লোক প্রশাসন | ৩৫ |
গণযোগাযোগ ও সাংবাদিকতা | ২৫ |
পপুলেশন সায়েন্সেস | ১৩ |
প্রিন্টিং এন্ড পাবলিকেশন স্টাডিজ | ১৫ |
ক্রিমিনোলজি | ৩০ |
কমিউনিকেশন ডিজঅর্ডারস | ২০ |
জাপানিজ স্টাডিজ | ৩৫ |
আইন | ৪৩ |
সমাজকল্যাণ | ১২ |
স্বাস্থ্য অর্থনীতি | ৩০ |
ডিজাস্টার ম্যানেজমেন্ট | ২৫ |
শিক্ষা ও গবেষণা | ৪০ |
ইংরেজি ভাষা ও অন্যান্য | ১০ |
জাপানি ভাষা ও সংস্কৃতি | ১০ |
চাইনিজ ভাষা ও সংস্কৃতি | ১০ |
ফ্রেঞ্চ ভাষা ও সংস্কৃতি | ১০ |
একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস | ১০ |
ফিন্যান্স | ১০ |
মার্কেটিং | ১০ |
ম্যানেজমেন্ট | ১০ |
ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস | ৪ |
ইন্টারন্যাশনাল বিজনেস | ৪ |
অর্গানাইজেশন স্ট্র্যেটেজি এন্ড লিডারশীপ | ১৫ |
ব্যাংকিং এন্ড ইন্সুইরেন্স | ৫ |
টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট | ৩ |
মোট | ১১১৭ |
আবার বাণিজ্য বিভাগের জন্য বিষয় আছে ৪২ টি। আর আসন বরাদ্দ আছে ৪০০ টি। নিচে দেখে নাও, কোন সাবজেক্টে কয়টি করে আসন আছে–
বিষয়ের নাম | আসন সংখ্যা |
---|---|
ইংরেজি | ৫ |
বাংলা | ৭ |
শিক্ষা ও গবেষণা | ২০ |
সংস্কৃত | ১০ |
ফারসি ভাষা ও সাহিত্য | ১০ |
পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ | ১২ |
উর্দু | ২০ |
ইতিহাস | ৭ |
দর্শন | ৫ |
ইসলামিক স্টাডিজ | ১৫ |
থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ | ৩ |
তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা | ৫ |
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি | ১৫ |
নৃত্যকলা | ১০ |
ভাষাবিজ্ঞান | ১৫ |
বিশ্বধর্ম ও সংস্কৃতি | ৫ |
সংগীত | ১০ |
অর্থনীতি | ৮ |
রাষ্ট্রবিজ্ঞান | ২০ |
আন্তর্জাতিক সম্পর্ক | ৫ |
সমাজ বিজ্ঞান | ৫ |
শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন | ১০ |
উন্নয়ন অধ্যয়ন | ৫ |
টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি | ৫ |
উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ | ৫ |
নৃবিজ্ঞান | ৫ |
লোক প্রশাসন | ২৫ |
গণযোগাযোগ ও সাংবাদিকতা | ৮ |
মনোবিজ্ঞান | ৩০ |
প্রিন্টিং এন্ড পাবলিকেশন স্টাডিজ | ৫ |
ক্রিমিনোলজি | ১০ |
ভূগোল ও পরিবেশ | ২০ |
জাপানিজ স্টাডিজ | ১০ |
আইন | ২২ |
সমাজকল্যাণ | ৩ |
ডিজাস্টার ম্যানেজমেন্ট | ৫ |
ফ্রেঞ্চ ভাষা ও সংস্কৃতি | ৫ |
চাইনিজ ভাষা ও সংস্কৃতি | ৫ |
ইংরেজি ভাষা ও অন্যান্য | ৫ |
জাপানি ভাষা ও সংস্কৃতি | ৫ |
মোট | ৪০০ |
এবার আসি মানবিক বিভাগ নিয়ে। মানবিক বিভাগের জন্য ঘ ইউনিটে মাত্র ৫৩ টি আসন আছে। আর তারা শুধুমাত্র ১২ টি বিষয়ে ভর্তি হতে পারবে। দেখে নেই, মানবিকের জন্য ঘ ইউনিটে কয়টি করে আসন বরাদ্দ আছে–
বিষয়ের নাম | আসন সংখ্যা |
---|---|
একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস | ৫ |
ফিন্যান্স | ৫ |
মার্কেটিং | ৫ |
ম্যানেজমেন্ট | ৫ |
অর্গানাইজেশন স্ট্র্যেটেজি এন্ড লিডারশীপ | ৫ |
টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট | ২ |
ইন্টারন্যাশনাল বিজনেস | ২ |
ব্যাংকিং এন্ড ইন্সুইরেন্স | ২ |
ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস | ১ |
গনিত | ৫ |
পরিসংখ্যান | ১৬ |
মোট | ৫৩ |

ঢাবি চ ইউনিট আসন সংখ্যা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ ইউনিটে আসন আছে মোট ১৩৫ টি। আর এই ইউনিটেই সবচেয়ে বেশি প্রতিযোগিতা হয়ে থাকে।
এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়ে চারুকলা বিষয়ক সাবজেক্টে পড়ার সুযোগ পাওয়া যায়। নিঃসন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ দেশের সেরা চারুকলা প্রতিষ্ঠান। বাংলাদেশের প্রখ্যাত সকল চিত্রশিল্পী ও ভাস্কর এই অনুষদের সাথে যুক্ত ছিলেন। চারুকলা অনুষদের আছে নিজস্ব একটি ঐতিহ্যবাহী ইতিহাস।
বিষয় | আসন |
---|---|
অংকন ও চিত্রায়ণ | ৩০ |
গ্রাফিক্স ডিজাইন | ২৫ |
শিল্পকলার ইতিহাস | ১৮ |
প্রাচ্যকলা | ১৫ |
কারুশিল্প | ১৫ |
প্রিন্টমেকিং | ১২ |
মৃৎশিল্প | ১০ |
ভাস্কর্য | ১০ |
মোট | ১৩৫ |