ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট ভর্তি নির্দেশিকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট admission.eis.du.ac.bd এ প্রকাশিত হয়েছে। এই পোস্টে তোমরা ঢাবি ক ইউনিট ভর্তি নির্দেশিকা দেখতে পাবে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি নির্দেশিকা (ক ইউনিট) ডাউনলোড করে নিতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২১-২২ দেখতে এখানে ক্লিক কর।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট ভর্তি নির্দেশিকা
সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি বিষয়ক সকল তথ্য প্রদানের উদ্দেশ্যে ভর্তি নির্দেশিকা প্রকাশ করে থাকে। এই নির্দেশিকায় সাধারণত ভর্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন যোগ্যতা, মানবন্টন, বিষয়ভিত্তিক শর্ত সহ অন্য সকল বিষয়ে উল্লেখ থাকে। চলো এবার দেখে নেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট এর ভর্তি নির্দেশিকা –







ঢাবি ক ইউনিট ভর্তি নির্দেশিকা ডাউনলোড
ঢাবি ক ইউনিট আবেদন যোগ্যতা
- প্রার্থীকে অবশ্যই ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২১ সালে বিজ্ঞান/কৃষিবিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক অথবা মাদ্রাসা বাের্ডের বিজ্ঞান শাখায় পাশ করতে হবে।
- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (বা সমমানের) পরীক্ষার প্রতিটিতে পৃথকভাবে ৪র্থ বিষয়সহ ন্যূনতম ৩.৫ জিপিএসহ প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৮.০০ হতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট মানবন্টন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিট ভর্তি পরীক্ষা MCQ এবং লিখিত উভয় পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা মোট নম্বর হবে ১০০ , তন্মাধ্যে ৬০ নম্বরের MCQ এবং ৪০ নম্বরের লিখিত অংশ থাকবে। MCQ পরীক্ষা ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষা ৪৫ মিনিটের হবে।
MCQ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে এবং তা বিষয়ভিত্তিক সমন্বয় করা হবে। একজন প্রার্থী যে ৪টি বিষয়ের প্রশ্নের উত্তর দিলে তার উপর নির্ভর করবে সে কোন বিভাগ/ইনস্টিটিউট এ ভর্তি হতে পারবে। পদার্থ ও রসায়ন আবশ্যিক সাবজেক্ট, অর্থাৎ অবশ্যই উত্তর করতে হবে। এর সাথে অন্য যেকোন ২ টি সাবজেক্ট সহ মোট ৪ টি সাবজেক্ট এর উপর পরীক্ষা দিতে হবে।
এমসিকিউ | লিখিত |
পদার্থ = ১৫ নম্বর রসায়ন = ১৫ নম্বর জীববিজ্ঞান = ১৫ নম্বর গনিত = ১৫ নম্বর বাংলা = ১৫ নম্বর ইংরেজি = ১৫ নম্বর | পদার্থ = ১০ নম্বর রসায়ন = ১০ নম্বর জীববিজ্ঞান = ১০ নম্বর গনিত = ১০ নম্বর বাংলা = ১০ নম্বর ইংরেজি = ১০ নম্বর |