ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট পাস নম্বর জানা অতীব জরুরি , কারণ ঢাবির সাবজেক্ট ভিত্তিক পাস মার্কস না জানার ফলেই প্রতি বছর ছিটকে পড়োছে হাজারো পরীক্ষার্থী। ভেঙে যাচ্ছে তাদের স্বপ্ন। তাই আজকে আমরা ঢাবি ক ইউনিট পাস নম্বর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
কত পেলে ঢাবি ক ইউনিটে চান্স পাবে?
ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট পাস নম্বর
ভর্তি পরীক্ষার MCQ অংশের পাস নম্বর ২৪। উল্লেখ্য, MCQ পরীক্ষায় ২৪ নম্বরে পেলে কেবল লিখিত পরীক্ষার উত্তরপত্রের মূল্যায়নের জন্য বিবেচিত হবে। তবে MCQ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে থেকে ‘ক’ ইউনিট এর মোট আসনের কমপক্ষে ৫ গুন লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হবে। লিখিত অংশের পরীক্ষায় পাস নম্বর ১২। তবে ১০০ নম্বরের মধ্যে MCQ এবং লিখিত পরীক্ষার মোট পাস নম্বর ৪০। যারা ৪০ এর কম নম্বর পাবে তাদের কে ভর্তির জন্য বিবেচনা করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট প্রশ্ন সমাধান ২০২০-২১ দেখতে ক্লিক কর।
মেধাস্কোর ও ক্রম
- মােট ১২০ নম্বরের ভিত্তিতে প্রার্থীদের অর্জিত মেধাস্কোরের ক্রমানুসারে মেধা তালিকা তৈরি করা হবে। এজন্য
মাধ্যমিক/o-Level বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত/হিসাবকৃত জিপিএকে ২ দিয়ে গুণ; উচ্চ মাধ্যমিক/A-Level বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত/হিসাবকৃত জিপিএকে ২ দিয়ে গুণ করে এই দুইয়ের যােগফল ভর্তি পরীক্ষায় ১০০-তে প্রাপ্ত নম্বরের সাথে যোগ দিয়ে ১২০ নম্বরের মধ্যে মেধাস্কোর নির্ণয় করে ক্রমানুসারে মেধা তালিকা তৈরা করা হবে।
- মেধাস্কোর সমান হলে নিম্নলিখিত ক্রমানুসারে মেধাক্রম তৈরি করা হবে :
- ভর্তি পরীক্ষায় প্রাপ্ত স্কোর
- HSC/সমমানের পরীক্ষায় প্রাপ্ত GPA without 4th subject
- HSC/সমমানের পরীক্ষায় প্রাপ্ত GPA with 4″ Subject
- SSC/সমমানের পরীক্ষায় প্রাপ্ত GPA without 4″ Subject
- SSC/ সমমানের পরীক্ষায় প্রাপ্ত GPA with 4″ Subject
- HSC/সমমানের পরীক্ষায় চারটি বিজ্ঞান বিষয়ে প্রাপ্ত GPA এর যােগফল।
মেধাস্কোরের ভিত্তিতে নির্ণীত মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের মেধা তালিকা ও ফলাফল ভর্তি পরীক্ষার পর ৪ (চার) সপ্তাহের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েব সাইটেও admission.eis.du.ac.bd পাওয়া যাবে। এছাড়া এসএমএস এর মাধ্যমে ফলাফল জানতে পারবে।