ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট পাস নম্বর জানা অতীব জরুরি , কারণ ঢাবির সাবজেক্ট ভিত্তিক পাস মার্কস না জানার ফলেই প্রতি বছর ছিটকে পড়ছে হাজারো পরীক্ষার্থী। ভেঙে যাচ্ছে তাদের স্বপ্ন। তাই আজকে আমরা ঢাবি গ ইউনিট পাস নম্বর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
কত পেলে ঢাবি গ ইউনিটে চান্স পাবে?
জানতে ক্লিক কর
ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট পাস নম্বর
- ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী ১,২৫০ জন প্রার্থীকে ভর্তির জন্য বিবেচনা করা হবে। তবে MCQ অংশে ইংরেজিতে ন্যূনতম ০৫ এবং সর্বমোট ২৪ নম্বর পেতে হবে। এছাড়া লিখিত অংশের ন্যূনতম গ্রহণযোগ্য নম্বর ১১। তবে MCQ এবং লিখিত উভয় অংশ মিলে ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে।
- ভর্তির উপরোক্ত শর্তসমূহ কোটাসহ সকল পরীক্ষার্থীর ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হবে। MCQ পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে মেধাক্রমানুসারে আসন সংখ্যার ন্যূনতম ৩ গুন প্রার্থীদের লিখিত উত্তর পত্র মূল্যায়ণ করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট প্রশ্ন সমাধান ২০২০-২১ দেখতে ক্লিক কর।
মেধাস্কোর ও ক্রম
- ২০২০-২১ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট ভর্তি পরীক্ষার মানবন্টনে পরিবর্তন আনার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে । পরীক্ষা MCQ এবং লিখিত উভয় পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এমসিকিউ ও লিখিত পরীক্ষার জন্য আলাদাভাবে ৪৫ মিনিট বরাদ্দ থাকবে ।
- মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মেধা তালিকা তৈরা করা হবে। MCQ ও লিখিত পরীক্ষা মিলে ১০০ নম্বর নির্ধারিত থাকবে এবং অবশিষ্ট ২০ নম্বর মাধ্যমিক পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ ২ দিয়ে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ ২ দিয়ে গুন করে এই দুয়ের যোগ ফল ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সাথে যোগ করে মোট ১২০ নম্বরের উপর শীক্ষার্থীদের মেধা তালিকা তৈরী করা হবে।
HSC ও SSC/O Level ও A Level জিপিএ | ২০ নম্বর |
বহুনির্বাচনী (MCQ) | ৬০ নম্বর |
লিখিত পরীক্ষা | ৪০ নম্বর |
মোট | ১২০ নম্বর |
মেধাস্কোরের ভিত্তিতে নির্ণীত মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের মেধা তালিকা ও ফলাফল ভর্তি পরীক্ষার পর ৪ (চার) সপ্তাহের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েব সাইটেও admission.eis.du.ac.bd পাওয়া যাবে। এছাড়া এসএমএস এর মাধ্যমে ফলাফল জানতে পারবে।