অবশেষে তোমরা আবার এক বড় যুদ্ধের সম্মুখীন হতে যাচ্ছো। ভয় নেই, আত্নবিশ্বাসের সাথে পরীক্ষার হলে যাও। শুধু একটা কথাই বলব, মাথা ঠান্ডা করে পরীক্ষা দিও। যদি টেনশন কর বা উত্তেজিত হও, তাহলে সব শেষ।
১০ টি পরামর্শ
- পরীক্ষার আগের রাতের মাঝেই সকল জিনিস গুছায় রাখবে, পরীক্ষার দিন যেন খুজতে নাহয়।
- পরীক্ষার আগের দিন রাত ১২ টার আগেই ঘুমায় যাবে অবশ্যই। পারলে আরো আগে।
- পরীক্ষার নূন্যতম ১ ঘন্টা ৩০ মিনিট আগে বাসা থেকে বের হবে। পরীক্ষার হল দূরে হলে আরো আগে বের হবে। ঢাকায় যাদের পরীক্ষা তারা আরো আগে বের হবে, জ্যাম এর কারনে যেন সারাজীবনের স্বপ্ন নষ্ট না হয়ে যায়, তাই সাবধান।
- পরীক্ষার হলে গিয়ে কারো দিকে তাকাবে না, পরীক্ষা শুরু না হওয়া পর্যন্ত চুপচাপ মাথাকে শান্ত রাখবা।
- প্রশ্ন হাতে পাওয়ার পর আগে সেই প্রশ্নই দাগাবে যেগুলো তুমি ১০০% শিওর।
- প্রত্যেকবার উত্তর দাগানোর সময় চেক করবা যে সঠিক উত্তর ও সঠিক বৃত্ত ভরাট করছ কিনা।
- যদি একদম শিওর ৬৫-৭০% প্রশ্ন দাগিয়ে ফেল তাহলে আর বেশি উত্তর করার দরকার নেই, সর্বোচ্চ আর ৭-১০% অতিরিক্ত দাগাতে পারো ।
- যদি একদম শিওর ৫৫-৬৫% প্রশ্ন দাগিয়ে ফেল তাহলে সর্বোচ্চ আর ১০-১৫% অতিরিক্ত দাগাতে পারো । তবে সেগুলোই দাগাবে যেগুলোর মাত্র ২ টা অপশন এর মাঝে কনফিউজড তুমি। যত কম কনফিউজড প্রশ্ন দাগাবে তত ভালো।
- ৩/৪ টা অপশন এই কনফিউজড এমন প্রশ্নের উত্তর করবে না। যে প্রশ্ন কখনো শোনই নি, সেটা একদম দাগাবে না।
- পরীক্ষার হলে যাওয়ার পূর্বে অবশ্যই নামাজ ও দোয়া পরে যাবে। অন্য ধর্মের পরীক্ষার্থীরা নিজ নিজ ধর্ম অনুসারে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে।
পরীক্ষা নিয়ে কোন প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারো।
পরীক্ষার হলে যা যা নিয়ে যেতে হবে
১. এইচএসসির রেজিষ্ট্রেশন কার্ড (মেইন কপি)
২. ঢাবির এডমিট কার্ড
৩. বলপেন
পরীক্ষার হলে যা যা নিয়ে যাওয়া যাবে না
১. কোন ধরণের ঘড়ি,ক্যালকুলেটর
২. কোন ধরণের পেন্সিল,রাফ কাগজ
৩. কোন ধরণের হার্ডবোর্ড
মোবাইল বা ব্যাগ নেয়ার ক্ষেত্রে কেন্দ্র টু কেন্দ্র তারতম্য ঘটবে। কারণ অনেক কেন্দ্রে এটা স্ট্রিক্টলি নিষেধ থাকে মোবাইল নিয়ে কেন্দ্রে ঢুকা, আবার অনেক কেন্দ্রে রুমে রাখার সুবিধা দিতে পারে। এটা কেন্দ্রের অবস্থা বুঝে উপস্থিত বুদ্ধিতে সিদ্ধান্ত নিতে হবে তোমাদের যে কি করবে।
সকলের জন্য শুভকামনা ও দোয়া রইল।
স্যার,,,আমি ২০২১ আলিম পরিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষার জন্য কি করতে হবে আর যদি বেসিক না জানা থাকে তাহলে কি করতে হবে প্লিজ একটু বলবেন। ধন্যবাদ স্যার।
Vaiya exam hall a Amar sathe kaw jacche naa , Ami aka jacchi . Amon obostay Amar phone niye jawa ta joruri kintu amake Jodi kendre phone niye dhukte na dey tahole Amar ki koroniyo thakbe .