ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আর বেশি সময় নেই। শেষ ১৫ দিনে যেভাবে পড়াশোনা করলে ঢাবির ভর্তি প্রস্তুতি একধাপ এগিয়ে যাবে আজকে আমরা সে বিষয়েই আলোচনা করব।
শেষ ১৫ দিনে ঢাবির ভর্তি প্রস্তুতি
- প্রতিদিন প্রশ্নব্যাংক অংশ রিভিশন দিতে হবে। তবে এক্ষেত্রে প্রশ্নব্যাংক এর উপর পরীক্ষা দিতে হবে। দেখে দেখে সমাধান নয়।
- ১৫ দিনের প্রথম ৮ দিনে প্রত্যেক বিষয় রিভিশন দিতে হবে। এক্ষেত্রে ১ টি বিষয়ের জন্য সর্বোচ্চ ২ দিন সময় ব্যায় করা যাবে।
- ৯ম ও ১০ম দিন প্রত্যেক বিষয়ের যে অংশে দুর্বলতা আছে বা সমস্যা রয়েছে সেগুলো সমাধান করতে হবে এবং উক্ত ২ দিনের মাঝেই সব দূর্বলতাগুলো কাটিয়ে নিতে হবে।
- ১১ থেকে ১৩ নং দিন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ ফাইনাল মডেল টেস্ট দিতে হবে এবং সময় মেইন্টেইন কিভাবে করতে হবে সে সম্পর্কে ধারণা নিতে হবে। এর সাথেসাথে বইগুলো পুনরায় রিভিশন দিতে হবে।
- ১৪ তম দিন বই এর দাগানো বা গূরুত্বপূর্ণ অংশগুলো বার বার চোখ বুলিয়ে নিতে হবে।
- ১৫ তম দিন নিজেকে শান্ত রাখতে হবে, বেশি চাপ না নিয়ে যা পড়েছো সেগুলোই মনে করতে হবে। নিজেকে টেনশন মুক্ত রেখে পরীক্ষা দিতে যেতে হবে।
ঢাবির ভর্তি প্রস্তুতি নিতে নিজের টেকনিক উদ্ভাবন করে, মনেরেখো, তোমার নিজের তৈরি টেকনিক ও পদ্ধতিই একদিন তোমার সফলতার রাস্তা তৈরি করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট ভর্তি প্রস্তুতি সম্পর্কে জানতে – CLICK HERE