ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সময় ফোন নম্বরে একটি পাসওয়ার্ড চলে আসে। এই পাসওয়ার্ডটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই পাসওয়ার্ড দিয়েই পরবর্তী সময়ে ওয়েবসাইটে লগইন করতে হবে। ঢাবির এডমিট কার্ড, রেজাল্ট সহ অন্যান্য কাজে ওয়েবসাইটে লগইন করতে হয়। তাহলে বুঝতেই পারছো, এই পাসওয়ার্ড ছাড়া তোমরা এডমিট কার্ড পর্যন্ত ডাউনলোড করতে পারবে না। তথা ঢাকা বিশ্ববিদ্যালয়েও পরীক্ষা দিতে পারবে না।
তাই যাদের কাছে পাসওয়ার্ড এখনো আছে তারা সযত্নে পাসওয়ার্ডটি রেখে দাও। পারলে কোথাও লিখে রাখো। কারণ ফোন থেকে যেকোনো সময় ডিলেট হয়ে যেতে পারে, অসাবধানতা বসত।
হারানো পাসওয়ার্ড ফিরে পাবে যেভাবে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদন পরবর্তী লগ ইনের পাসওয়ার্ড যারা হারিয়েছো বা দোকান থেকে করার পর সংগ্রহ করো নি তাদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাসেজ –
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদন পরবর্তী লগ ইনের পাসওয়ার্ড রিকভারি করার জন্য সশরীরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এর ২১৪ নং রুমে যেতে হবে।
- পাসওয়ার্ড পুনরুদ্ধারের জন্য একটি ফর্ম পূরণ করতে হবে এবং ২০০ টাকা জরিমানা ফি জমা দিতে হবে।
অনলাইনে আবেদন সম্পর্কে যেকোনো তথ্য জানতে ঢাবির অফিশিয়াল নম্বর :
- কেন্দ্রীয় ভর্তি অফিস (রুম ২১৪)
- প্রশাসনিক ভবন, ঢাবি
- ফোন : ৫৫১৬৭৭২৪, ০১৭৪৩০৪২৮৬৪ ০১৮২২১৩৭৬০১, ০১৯৯৩৯৯২১৪৯