ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২ । ঢাবি অধিভুক্ত ৭ কলেজ ভর্তি সার্কুলার ঢাবি ভর্তি ওয়েবসাইট collegeadmission.eis.du.ac.bd ও 7college.du.ac.bd তে প্রকাশ করা হয় । অনলাইনে ভর্তি আবেদন করার পূর্বে আবদন যোগ্যতা, ভর্তি পরীক্ষার মানবন্টন,আবদেন পদ্ধতিসহ অন্যান্য বিষয় বিস্তারিত জানা প্রয়োজন । তাই আজকে আমরা ঢাবি সাত কলেজ ভর্তি সার্কুলার ২০২২ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ টি কলেজ
২০১৭ সালের ফেব্রুয়ারী মাসে রাজধানীর ৭ টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করা । পূর্বে এসব কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল । অনার্স ও মাস্টার্স পর্যায়ে বর্তমানে এক লাখ ৬৭ হাজার ২৩৬ জন ছাত্রছাত্রী এবং এক হাজার ১৪৯ জন শিক্ষক রয়েছেন। অধিভুক্ত হওয়ার পর থেকে কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালনা করা হয় । কলেজগুলো হল-
- ১. ঢাকা কলেজ
- ২. ইডেন মহিলা কলেজ
- ৩. সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ
- ৪. কবি নজরুল কলেজ
- ৫. বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
- ৬. মিরপুর সরকারি বাঙলা কলেজ
- ৭. সরকারি তিতুমীর কলেজ।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২
২০২০-২০২১ শিক্ষাবর্ষের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজ ভর্তি নোটিশ প্রকাশিত হয়েছে। চলুন এ নোটিস অনুযায়ী অধিভুক্ত ৭ কলেজে ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নেই।
গুরুত্বপূর্ণ তথ্য
আবেদন শুরু: ১৫ জুলাই ২০২২
আবেদন শেষ: ৩১ জুলাই ২০২২
ফি : ৬০০ টাকা
ফি জমাদানের শেষ তারিখ :
প্রবেশপত্র ডাউনলোাড শুরু:
ভর্তি পরীক্ষা : ১২,১৯ ও ২৬ আগস্ট, ২০২২
ভর্তি আবেদন লিংক : collegeadmission.eis.du.ac.bd
সাত কলেজ ভর্তি পরীক্ষার তারিখ
আগামী ১২ আগস্ট বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট, ১৯ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘খ’ ইউনিট এবং ২৬ আগস্ট ব্যবসা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ইউনিট | তারিখ |
বিজ্ঞান | ১২ আগস্ট, ২০২২ (সকাল ১০ টা থেকে ১১ টা) |
বানিজ্য | ১৯ আগস্ট, ২০২২ (সকাল ১০ টা থেকে ১১ টা) |
কলা ও সামাজিক বিজ্ঞান | ২৬ আগস্ট, ২০২২ (সকাল ১০ টা থেকে ১১ টা) |
সাত কলেজ আবেদন যোগ্যতা
- ভর্তিচ্ছু শিক্ষার্থীকে অবশ্যই ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে এসএসসি বা সমমান এবং ২০২১ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- ইউনিট ভিত্তিক আবেদনের ক্ষেত্রেও আলাদাভাবে কিছু যোগ্যতা চাওয়া হয়েছে। ইউনিট ভিত্তিক আবেদন যোগ্যতা নিচে তুলে ধরা হলো।
ইউনিটের নাম | আবেদন যোগ্যতা |
বিজ্ঞান | এসএসসি ও এইচএসসির (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৭.০০ |
কলা ও মানবিক | এসএসসি ও এইচএসসির (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ ৬.০০ |
বাণিজ্য | এসএসসি ও এইচএসসির (৪র্থ বিষয়সহ) জিপিএ ৬.৫০ |
৭ কলেজ ভর্তি পরীক্ষা পদ্ধতি
পরীক্ষার সময় | ১ ঘন্টা |
পরীক্ষার পদ্ধতি | MCQ |
পরীক্ষা | ১০০ নম্বর |
জিপিএ নম্বর (এসএসসি +এইচএসএসি) | ২০ নম্বর |
মাধ্যম | বাংলা ও ইংরেজী উভয়ই |
পাশ নম্বর | ৪০ ( আলাদাভাবে পাস করতে হবে না ) |
নেগেটিভ মার্কিং | নেই |
কোথায় ভর্তি পরীক্ষার সীট পড়বে | ঢাবি এলাকায় । |
- যে কোনো একটা কলেজে আবেদন করতে পারবে।
সাত কলেজ ভর্তি পরীক্ষার মানবন্টন
ভর্তি পরীক্ষার জন্য ১ ঘন্টা সময় বরাদ্দ থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান হবে ১।
ব্যবসায় শিক্ষা / বানিজ্য
বাংলা (আবশ্যক) | ২০ |
ইংরেজি (আবশ্যক) | ২০ |
হিসাববিজ্ঞান (আবশ্যক) | ২০ |
ব্যবসায় শিক্ষা (আবশ্যক) | ২০ |
মাকেটিং/ ফিন্যান্স এন্ড ব্যাংকিং (যে কোন একটি)) | ২০ |
মোট | ১০০ |
মানবিক
বাংলা | ২৫ |
ইংরেজি | ২৫ |
সাধারণ জ্ঞান* | ৫০ |
*সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ ও আন্তর্জাতিক ঘটনা এবং মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পর্যায়ে পঠিত সমাজবিদ্যা, রাজনীতি, অর্থনীতি,ইতিহাস, ইসলামের ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল, ধর্ম ইত্যাদি বিষয়ক প্রশ্ন থাকবে।
বিজ্ঞান বিভাগ
পদার্থ | ২৫ |
রসায়ন | ২৫ |
জীববিজ্ঞান | ২৫ |
গনিত | ২৫ |
মোট | ১০০ |
যে সকল প্রার্থী উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পর্যায়ে পদার্থ, রসায়ন, গণিত ও জীবজ্ঞিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করেছে তারা এ সকল বিষয়ে পরীক্ষা দিবে। তবে কোনাে প্রার্থী ইচ্ছা করলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৪র্থ বিষয়ের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যেকোনাে একটি বিষয়ে পরীক্ষা দিতে পারবে । প্রতি বিষয়ের জন্য মােট নম্বর ২৫।
৭ কলেজ ভর্তি আবেদন করার নিয়ম
- ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজে আবেদন করার নিয়মাবলী আজকে আমরা আর্টিকেল এর মাধ্যমে জানিয়ে দেবো । ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজে ভর্তি হবার জন্য প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট collegeadmission.eis.du.ac.bd তে প্রবেশ করতে হবে।
- নাম , এসএসসি এইচএসসি রোল নাম্বার , রেজিস্ট্রেশন নাম্বার, পাশের সন কোন বিষয়ে ভর্তি হতে চাও সেই সব বিষয়ের লিস্ট এবং কোন কলেজে ভর্তি হতে চাও সেগুলো দিতে হবে ।
- তারপর তোমাকে সর্বশেষ সদ্য তোলা পাসপোর্ট সাইজের 300 * 300 এর ছবি এবং ৩০০*৮০ পিক্সেল এর স্বাক্ষর আপলোড করতে হবে । তারপর সোনালী ব্যাংকের শাখায় যোগাযোগ করে ভর্তি পরীক্ষার ফি জমা দেওয়া যেতে পারে।
ভর্তি আবেদন লিংকে প্রবেশ করা যাচ্ছে না
আছে ফেইসবুক পেইজ।
ভাইয়া আপনাদের নিউজ আপডেট তো খুবই ফার্স্ট হয় তবে আপনারা ফেসবুকে পেইজ খুলছেন না কেন?