ঢাবি খ ইউনিট কাট মার্কস কত? কত পেলে ঢাবি খ ইউনিটে চান্স হবে? । ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট ভর্তি পরীক্ষা শেষে এই প্রশ্নই সকলের। চলো ঢাবি খ ইউনিট চান্স মার্কস নিয়ে আলোচনা করি।
ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট চান্স মার্কস
ঢাবি খ ইউনিট ২০২০-২১ প্রশ্ন বিশ্লেষন করে ধারণা করা যাচ্ছে এবছর ঢাবির কাট মার্কস একটু কম হতে পারে হতে পারে। মোটামুটি ৩৫-৪০ নম্বর এমসিকিউ এ পেলে ইনশাআল্লাহ দ্বিতীয় ধাপে লিখিত অংশের খাতা মূল্যায়ন করা হতে পারে। অর্থাৎ ঢাবি খ ইউনিট কাট মার্কস এমসিকিউ এ ৩৫-৪০ হতে পারে ।
অন্যিদিকে লিখিত অংশের কাট মার্কস এমসিকিউ এ ২৫-৩০ হতে পারে ।
ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট এমসিকিউ প্রশ্ন সমাধান
ঢাবি খ ইউনিট বাংলা প্রশ্ন সমাধান
ঢাবি খ ইউনিট ইংরেজি প্রশ্ন সমাধান
খ ইউনিট সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান
ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট এমসিকিউ প্রশ্ন ২০২০-২১
ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট লিখিত প্রশ্ন ২০২০-২১
খ ইউনিট ভর্তি পরীক্ষার ফলাফল
মেধাস্কোরের ভিত্তিতে নির্ণীত মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের মেধা তালিকা ও ফলাফল ভর্তি পরীক্ষার পর ৪ (চার) সপ্তাহের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েব সাইট admission.eis.du.ac.bd পাওয়া যাবে। এছাড়া এসএমএস এর মাধ্যমে ফলাফল জানতে পারবে।
খ ইউনিট ভর্তি পরীক্ষার পাশ নম্বর
ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে পাস নম্বর ৪০। প্রার্থী ৪০ নম্বর না পেলে ভর্তির অযোগ্য বলে বেবচিত হবে। একইসঙ্গে ভর্তি-পরীক্ষায় পরীক্ষার্থী MCQ অংশে বাংলায় ন্যূনতম ০৫ নম্বর, English-এ ন্যূনতম ০৫ নম্বর, সাধারণ জ্ঞানে ন্যূন্যতম ১০ নম্বর এবং কমপক্ষে সর্বমোট ২৪ নম্বর পেলে উত্তীর্ণ বলে বিবেচিত হবে।
A-Level সংশ্লিষ্টদের ক্ষেত্রে বাংলা বিষয়ের বিকল্প হিসেবে Elective English-এ ন্যূনতম ০৫ নম্বর (প্রযোজ্য ক্ষেত্রে) পেতে হিবে।
পরীক্ষার্থীকে লিখিত পরীক্ষার অংশে ন্যূনতম ১১ নম্বর পেতে হবে। এর মধ্যে বাংলা অংশে ন্যূনতম ০৫ এবং General English-এ ন্যূনতম ০৫ পাওয়া আবশ্যক। ‘এ’ লেভেলের ক্ষেত্রে উল্লিখিত শর্ত সমভাবে প্রযোজ্য হবে।