ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ফল তৈরির কাজ প্রায় শেষ হয়েছে। ঢাবির এই ইউনিটের ফল শিগগিরই প্রকাশ করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এমসিকিউতে উত্তীর্ণদের লিখিত অংশের খাতা মূল্যায়ন প্রায় শেষ হয়েছে। এছাড়া নম্বর এন্ট্রির কাজও শেষ। ফল পুনর্নিরীক্ষার কাজ চলছে। এরপর জুনের শেষ দিকে অথবা জুলাই মাসের শুরুতে এই ফল প্রকাশিত হবে।
এ ব্যাপারে ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘গ’ ইউনিটের ফল তৈরির কাজ প্রায় শেষ। শিগগিরই ফল প্রকাশ করা হবে। আগামী ৩ জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা করা হবে।