২৩ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে । চান্স পাওয়ার সম্ভাবনা ও নিজের অবস্থান জানতে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট প্রশ্ন সমাধান জানা জরুরি। তাই আজ আমরা ঢাবি ঘ ইউনিট প্রশ্ন সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করব ।
ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট প্রশ্ন সমাধান ২০২০-২১
ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিটের প্রশ্ন সমাধান নিচে আলোচনা করা হয়েছে। পরীক্ষার্থীরা নিজ নিজ উত্তর এর সাথে সমাধান মিলিয়ে প্রাপ্ত নম্বর হিসেব করতে পারবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট এমসিকিউ প্রশ্ন সমাধান
ঢাবি ঘ ইউনিট বাংলা প্রশ্ন সমাধান

ঢাবি ঘ ইউনিট ইংরেজি প্রশ্ন সমাধান


ঘ ইউনিট সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে সাধারণ জ্ঞান অংশের সমাধান –
১. পালস অক্সিমিটারের কাজ – রক্তের অক্সিজেনের মাত্রা যাচাই
২. নিচের কোনটা অনলাইন শিক্ষা উপকরণ নয়? – গুগল পিক্সেল
৩. অ্যাস্ট্রোজেনেকা টিকা যা নেতৃত্বে আবিস্কৃত হয় – সারাহ গিলবার্ট
৪. আইসিইউ – ইন্টেন্সিভ কেয়ার ইউনিট
৫. সাই ফাই – বৈজ্ঞানিক কল্পকাহিনী
৬. ৫ এর কত অংশ ৭? – ১৪০ শতাংশ
৭. ত্রিভুজের ক্ষেত্রফল? – ৫৪ বর্গ সেমি
৮. ‘আমি নিঃশ্বাস নিতে পারছি না’ – কোন আন্দোলনের সাথে সম্পর্কিত? – ব্ল্যাক লাইভ ম্যাটারস
৯. পারস্য উপসাগরীয় রাষ্ট্র – সৌদি আরব
১০. মিয়ানমারের শাসনবিরোধী আন্দোলন – বসন্ত বিপ্লব
১১. HTTP – Hyper Text Transfer Protocol
১২. খাসোগী কে হত্যা করা হয়? – ইস্তাম্বুল
১৩. আন্তর্জাতিক চলচ্চিত্রে বাংলাদেশি চলচ্চিত্র – রেহেনা মরিয়ম নূর
১৪. অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের বাংলাদেশের অধিনায়ক – আকবর আলী
১৫. ১৯৬৫ সালের আগে সিঙ্গাপুর কোন দেশের অংশ ছিল? – মালয়েশিয়া
১৬. ওয়ান বেল্ট ইনিশিয়েটিভ রোড – চীন
১৭. ম্যান বুকার পুরস্কার দেয়া হয়? – সাহিত্যে অবদানের জন্য
১৮. আগরতলা ষড়যন্ত্র মামলার দাপ্তরিক নাম – রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য
১৯. বরিশালকে বাংলার ভেনিস আখ্যায়িত করেন – কাজী নজরুল ইসলাম
২০. ডেল্টা প্লান – ২১০০ সাল
২১. টোকিও অলিম্পিকে বাংলাদেশ – আর্চারি
২২. ভারতীয় উপমহাদেশের প্রথম কমিশন – হান্টার কমিশন
২৩. ধরিত্রী দিবসের সূচনা যে ঘটনায় – ব্যাপক তেল বিস্ফোরণ
২৪. ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূচনা – ৩ টি অনুষদ দিয়ে
২৫. বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ – মোস্তফা কামাল
২৬. সাজেক উপত্যকা – রাঙামাটি
২৭. দ্যা ফার্স্ট প্লান্টেশন – এস এম সুলতান
২৮. বৃহত্তম বন – সুন্দরবন
২৯. আফ্রিকার সাব-সাহারা ভূমি – সাভানা
৩০. ২০২১ সালের জার্মানির সংসদ নির্বাচনে বিজয়ী দল – সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি
ঢাবি ঘ ইউনিট লিখিত প্রশ্ন সমাধান
শিগগিরই প্রশ্ন সমাধান আসছ…
ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট এমসিকিউ প্রশ্ন ২০২০-২১



ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট লিখিত প্রশ্ন ২০২০-২১

ঘ ইউনিট ভর্তি পরীক্ষার ফলাফল
মেধাস্কোরের ভিত্তিতে নির্ণীত মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের মেধা তালিকা ও ফলাফল ভর্তি পরীক্ষার পর ৪ (চার) সপ্তাহের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েব সাইট admission.eis.du.ac.bd পাওয়া যাবে। এছাড়া এসএমএস এর মাধ্যমে ফলাফল জানতে পারবে।
ঘ ইউনিট ভর্তি পরীক্ষার পাশ নম্বর
- ক) MCQ পরীক্ষায় বাংলায়/ Advance English ন্যূনতম -০৫ নম্বর, ইংরেজী ন্যূনতম -০৫ নম্বর, সাধারণ জ্ঞানে ন্যূনতম -১০ নম্বর এবং সর্বমোট ২৪ নম্বর পেলে উত্তীর্ণ বলে বিবেচিত হবে। MCQ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে প্রাপ্ত নম্বরের ক্রম অনুযায়ী প্রত্যেক গ্রুপের (বিজ্ঞন, ব্যবসায় ও মানবিক শাখার) মোট আসন সংখ্যার কমপক্ষে পাঁচ (০৫) গুন লিখিত উত্তরপত্র মূল্যায়ন করা হবে।
- খ) লিখিত পরীক্ষার অংশে ন্যূনতম ১০ নম্বর পেতে হবে। MCQ ও লিখিত উভয় পরীক্ষা মিলিয়ে সর্বমোট পাশ নম্বর ৪০ হবে।
- গ) উল্লেখিত (ক) ও (খ) নং বিধি সকল কোটার (ওয়ার্ড, মুক্তি্যোদ্ধা, ক্ষুদ্র নৃগোষ্ঠি, হরিজন ও দলিত সম্প্রদায়, প্রতিবন্ধী ও খেলোয়ার) ক্ষেত্রে প্রযোজ্য হবে।
মেধাতালিকা
- ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং মাধ্যমিক/সমমানের পরীক্ষায় ও উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মােট ১২০ নম্বরের মেধাস্কোর তৈরী করা হবে।
- মাধ্যমিক/সমমান ও উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সর্বোচ্চ ১০ + ১০ = ২০ নম্বর ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সাথে যােগ করা হবে। সেক্ষেত্রে ছাত্র/ছাত্রীদের মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএকে (৪র্থ বিষয়সহ) ২ দিয়ে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-কে (৪র্থ বিষয়সহ) ২ দিয়ে গুণ করে ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বরের সাথে যােগ করা হবে।
Dhaka University D unit Question Solve 2020-21
Dhaka University Gha unit Question Solve 2020-21
DU D unit Question Solution 2020-21
DU Gha Unit Question Solve 2020-21
Dhabi Gha unit Question Solution
Dhaka University admission test 2020-21