ধ্বনির পরিবর্তন
ভাষার পরিবর্তন ধ্বনির পরিবর্তনের সাথে সম্পৃক্ত। ধ্বনি পরিবর্তন সাধারণত তিনটি কারণে হয়।
- দ্রুত উচ্চারণের কারণে।
- উচ্চারণে অসাবধানতার কারণে।
- আঞ্চলিকতার কারণে।
- ধ্বনির পরিবর্তন দুই ধরণের।
- স্বরধ্বনির পরিবর্তন এবং
- ২. ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন।
আদি স্বরাগম: আগে স্বরধ্বনির আগমন হলে আদি স্বরাগম হয়। স্কুল > ইস্কুল, স্পর্ধা > আস্পর্ধা
মধ্য স্বরাগম: মাঝে স্বরধ্বনির আগমন হলে মধ্য স্বরাগম হয়। মুক্তা > মুকুতা, ফিল্ম > ফিলিম ।
অন্ত্য স্বরাগম: শেষে স্বরধ্বনির আগমন হলে অন্ত্য স্বরাগম হয়। দিশ > দিশা, বেঞ্চ > বেঞ্চি।
অপিনিহিত: পরের ই/উ- কার এবং ্য-ফলা থাকলে, ই/উ আগে উচ্চারিত হবে। আজি > আইজ, সাধু > সাউধ, মারি > মাইর।
অসমীকরণ: একই স্বরের পুনারাবৃত্তি দূর করার জন্য মাঝখানে স্বরধ্বনি যুক্ত হয়। টপ + টপ > টপাটপ, ধপ + ধপ > ধপাধপ।
ধ্বনি বিপর্যয়: শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরিবর্তন। রিকসা > রিসকা, পিশাচ > পিচাশ, বাকস > বাসক।
দ্বিত্ব ব্যঞ্জন: শব্দের অন্তর্গত ব্যঞ্জনের দ্বিত্ব বা দুইবার উচ্চারণ হবে। পাকা > পাক্কা, সকাল > সক্কাল, ছোট > ছোট্ট।
ব্যঞ্জনচ্যুতি: পাশাপাশি সমউচ্চারণের দুটি ব্যঞ্জনধ্বনির একটি লোপ পায়। বউ দিদি > বউদি, বড় দাদা > বড়দা।
অন্তর্হতি: পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ হলে। আলাহিদা > আলাদা, ফলাহার > ফলার, ফাল্গুন > ফাগুন।
অভিশ্রুতি: বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং সেই অনুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে। শুনিয়া > শুনে, করিয়া > করে, নাচিয়া > নেচে।
ব্যঞ্জন বিকৃতি: শব্দের মধ্যে যে কোন একটি ব্যঞ্জন বিকৃত হয়ে বা পরিবর্তন হয়ে নতুন একটি ব্যঞ্জন ব্যবহৃত হয়। ধোবা > ধোপা, কবাট > কপাট, ধাইমা > দাইমা।
বিষমীভবন: দুটো সমবর্ণের একটি পরিবর্তনকে বিষমীভবন বলে। শরীর > শরীল, লাল > নাল ।
স্বরসঙ্গতি:
- প্রগত: আদিস্বর অনুযায়ী অন্ত্যস্বরের পরিবর্তন। মুলা > মুলো, শিকা > শিকে।
- পরাগত: অন্ত্যস্বর অনুযায়ী আদিস্বরের পরিবর্তন। আখো > এখো, দেশি > দিশি।
- মধ্যগত: আদ্যস্বর/অন্ত্যস্বর অনুযায়ী মধ্যস্বরের পরিবর্তন। বিলাতি > বিলিতি, জিলাপি > জিলিপি।
- অন্যান্য: আদ্য ও অন্ত্য দুইস্বর পরস্পর প্রভাবিত হলে।নমোজা > মুজো, ভোঁতা > ভুঁতো
সমীভবন:
- প্রগত সমীভবন: পূর্ব ধ্বনির প্রভাবে পরবর্তীধ্বনির পরিবর্তন। জন্ম > জম্ম, কাঁদনা >
- কান্নাপরাগত সমীভবন: পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনির।তৎ + জন্য > তজ্জন্য, উৎ + মুখ > উন্মুখ।
বিগত সালের প্রশ্ন
১. ট্যাক্স >ট্যাক্সো-এটি ধ্বনির কোন ধরনের পরিবর্তন?
(ক) অন্ত্য স্বরাগম (খ) অভিশ্রæতি
(গ) ধ্বনি বিপর্যয় (ঘ) মধ্য স্বরাগম
২. ‘ধার’ শব্দের যে ধ্বনি পরিবর্তন প্রক্রিয়ার দৃষ্টান্ত-
(ক) বিপ্রকর্ষ (খ) স্বরভক্তি
(গ) সস্প্রকর্ষ (ঘ) অন্তর্হতি
৩. শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের স্থান পরিবর্তন ঘটলে তাকে বলে?
(ক) ধ্বনিপির্যয় (খ) সমীভবন
(গ) অসমীকরণ (ঘ) বিগ্রকর্ষ
৪. মর্মর >মার্বেল এটি কোন ধ্বনিপরিবর্তন প্রক্রিয়া?
(ক) ধ্বনিবিপর্যয় (খ) সমীভবন
(গ) অসমীকরণ (ঘ) বিপ্রকর্ষ
৫. ‘গল্প > গপ্প’ কোন ধরনের ধ্বনি-পরিবর্তন?
(ক) স্বরসংগতি (খ) বিষমীভবন
(গ) সমীভবন (ঘ) ব্যঞ্জনবিকৃতি
৬. কোনটি অভিশ্রুতি উদাহরণ নয়?
(ক) আজি >আইজ (খ) চলিল >চলল
(গ) আসিয়া > এসে (ঘ) কন্যা >কইন্যা
৭. লাফ > ফাল-কোন ধরনের ধ্বনি পরিবর্তনের দৃষ্টান্ত?
(ক) ব্যঞ্জনাগম (খ) ধ্বনি বিপর্যয়
(গ) ধ্বনিলোপ (ঘ) বিষমীভবন
৮. ব্যঞ্জন বিকৃতির দৃষ্টান্ত-
(ক) ফাল্গুন > ফাগুন (খ) বউদিদি > বউদি
(গ) ধোবা > ধোপা (ঘ) ধরিতে > ধরতে
৯. ‘স্কুল’ শব্দটিকে ‘ইস্কুল’ উচ্চারণে ধ্বনির এই পরিবর্তনকে বলা হয়?
(ক) আদি স্বরাগম (খ) বিপ্রকর্ষ
(গ) অপিনিহিত (ঘ) পরাগত
১০. বাক্স > বাস্ক হওয়ার রীতিকে বলা হয়?
(ক) ধ্বনি বিপর্যয় (খ) ধ্বনিসাম্য
(গ) ধ্বনিলোপ (ঘ) ব্যঞ্জনাগম