বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী বুধবারের (৬ জুলাই) আগেই ফল প্রকাশ করা হবে।
এর আগে গত ১৮ জুন বুয়েট ক্যাম্পাসে ৬ হাজার শিক্ষার্থীকে নিয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ও বিকেল দুই পর্বে অনুষ্ঠিত হয়। প্রকৌশল বিভাগ সমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য ‘মডিউল-এ’ সকাল ১০টা-১২টা ও প্রকৌশল বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগের জন্য ‘মডিউল-বি’ দুই শিফটে বেলা ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়।
পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরপরই লিখিত অংশের খাতা দেখার কাজ শুরু হয়। খাতা দেখা শেষে নম্বর এন্ট্রির কাজও শেষ করা হয়েছে। এখন ফল পুনর্নিরীক্ষার কাজ চলছে। এই প্রক্রিয়া শেষে আগামী সপ্তাহের শুরুর দিকেই চূড়ান্ত ফল প্রকাশ করা হতে পারে।