৫ এপ্রিল মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। অনেক শিক্ষার্থী ভালো পরীক্ষা দিয়েও তাদের কাঙ্ক্ষিত ফলাফল পায়নি। তাই অনেকেই মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ করতে চাচ্ছে। এরই উদ্দেশ্যে আজকে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট পুনঃনিরীক্ষণ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের সময়সীমা
মেডিকেল কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে৷ প্রকাশিত ফলাফলে যারা কাঙ্ক্ষিত ফলাফল পায়নি তাদের ফলাফল পুনঃনিরীক্ষণ আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। আগামী ৭ থেকে ১২ এপ্রিল পর্যন্ত এ আবেদন করা যাবে।
এমবিবিএস মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট পুনঃনিরীক্ষণ পদ্ধতি
টেলিটক সংযোগ থেকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে dghs RSC Roll লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় আবেদনকারী একটি পিন নম্বর পাবেন। ফি দেওয়ার জন্য পিন নম্বর দিয়ে dghs<>RSC<>YES<>PIN লিখে এসএমএস পাঠাতে হবে। এর জন্য ফি ১০০০ টাকা মোবাইল থেকে কেটে নেয়া হবে।
- DGHS<Space>RSC<Space>Roll Number এর পর পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
- ফিরতি SMS এ একটি পিন নম্বর পাবেন।
- DGHS<Space>RSC<Space>YES<Space>Pin Number এবং পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। এরপর আপনার নম্বর থেকে ফি বাবদ এক হাজার টাকা কেটে নেয়া হবে এবং ফিরতি SMS এ ফি জমা বাবদ প্রাপ্তি স্বীকার SMS পাবেন।