রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিট মানবন্টন নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো। রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি সম্পর্কিত সকল তথ্য জানতে এখানে ক্লিক কর।
রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিট মানবন্টন
১০০ নম্বরের MCQ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় হবে ১ ঘন্টা। প্রতিটি ইউনিটে ৮০ টি প্রশ্ন থাকবে ।
এমসিকিউ পরীক্ষা | ১০০ নম্বর |
পাশ নম্বর | ৪০ নম্বর |
প্রতি ৫ টি ভুল উত্তরের জন্য নম্বর কর্তন | ১ নম্বর |
রাবি এ ইউনিট ভর্তি পরীক্ষার মানবন্টন
১০০ নম্বরের ভর্তি পরীক্ষার সময়সীমা হবে ১ ঘণ্টা। যেখানে মোট প্রশ্ন থাকবে ৮০টি। প্রতিটি প্রশ্নের মান হবে ১.২৫।
বিষয় | নম্বর | প্রশ্ন সংখ্যা |
বাংলা | ৩৫ | ২৮ টি |
ইংরেজি | ৩৫ | ২৮ টি |
সাধারণ জ্ঞান | ৩০ | ২৪ টি |
মোট | ১০০ | ৮০টি |
এ ইউনিট ভর্তি পরীক্ষার সিলেবাস
পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে। প্রশ্নের ধরণ হবে বহুনির্বাচনি।
বিষয় | ১ম পত্র | ২য় পত্র |
বাংলা | অপরিচিতা, আমার পথ, বায়ন্নর দিনগুলো, রেইনকোট, নেকলেস, ঐকতান, সাম্যবাদী, তাহারই পড়ে মনে, সেই অস্ত্র, ফেব্রুয়ারি ১৯৬৯ | বানান শুদ্ধি, প্রয়োগ-অপপ্রোয়গ, বাক্য, সমাস, উপসর্গ, পারিভাষিক শব্দ, অনুবাদ, উচ্চারণ, পদ, শব্দ |
ইংরেজি | 1,2,3,4,5,6,7,12 Unit | Modifier, Punctuation, Vocabulary, Phrase, Clause, Preposition, Right from of verb, Adverb, Tense, Narration, Noun |
সাধারণজ্ঞাণ | কোন সিলেবাস নেই |
একনজরে রাবি এ ইউনিট ভর্তি টুকিটাকি
প্রাথমিক আবেদন | ২৫ মে থেকে ৯ জুন ২০২২ |
চূড়ান্ত আবেদন | ১৫ জুন থেকে ২৮ জুন ২০২২ |
প্রাথমিক আবেদন ফি | ৫৫/- টাকা |
চূড়ান্ত আবেদন ফি | ১১০০/- টাকা |
ভর্তি পরীক্ষা | ২৬ জুলাই |
আবেদনের ঠিকানা | admission.ru.ac.bd |
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের নিয়ম
- প্রথমত, RU ভর্তির আবেদনের অফিসিয়াল ওয়েবসাইট admission.ru.ac.bd-এ যাও এবং “আবেদন শুরু করুন” বোতামে ক্লিক কর।
- তোমার একাডেমিক তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন এবং সাবমিট বোতামে ক্লিক কর।
- ইচ্ছা ইউনিটে টিক চিহ্ন দাও। (একাধিক ইউনিটে আবেদন জমা দিতে পারবে)।
- সমস্ত আবেদন তথ্য সঠিক হলে, শুধু “আবেদন জমা দিন” এ ক্লিক কর।
- এখন সমস্ত অ্যাপ্লিকেশন তথ্যের পাশাপাশি অর্থপ্রদানের তথ্য দেখতে পার।
- “পেস্লিপ ডাউনলোড করুন” এ ক্লিক করে এই পৃষ্ঠাটিকে PDF হিসেবে সংরক্ষণ কর।
- সমস্ত প্রক্রিয়া জটিলতার পরে, আপনার আবেদন ফি প্রদান করুন।
- আবেদনের ৭২ ঘন্টার মধ্যে আপনার পেমেন্ট সম্পন্ন কর।
উক্ত ফি মোবাইল ব্যাংকিং (ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং/রকেট) এর মাধ্যমে নিম্নে উল্লেখিত পদ্ধতিতে পরিশোধ করতে হবে।
ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং/রকেট এর যে কোন Customer Account থেকে ফি প্রদান প্রক্রিয়াঃ
Step-1: | *322# ডায়াল করতে হবে। |
Step-2: | “1. Bill Pay” অপশন সিলেক্ট করতে হবে। |
Step-3: | “2. Other” অপশন সিলেক্ট করতে হবে। |
Step-4: | “Enter Payer Mobile No.” এর স্থলে প্রার্থীর মোবাইল নম্বর দিতে হবে। |
Step-5: | “0. Other” অপশন সিলেক্ট করতে হবে। |
Step-6: | Enter Biller ID. এর স্থলে ‘377‘ টাইপ করতে হবে। |
Step-7: | Enter Bill Number এর স্থলে অবশ্যই স্লিপে প্রদত্ত Bill Number টি প্রদান করতে হবে। |
Step-8: | Enter Amount এর স্থলে স্লিপে প্রদত্ত সর্বমোট ফি এর পরিমাণ দিতে হবে। |
Step-9: | Enter PIN এর স্থলে Customer এর রকেট Account এর PIN নম্বর দিতে হবে। |
Step-10: | Payment Confirmation SMS আসবে। এই SMS থেকে Transaction ID (TxnID) সংরক্ষণ করতে হবে। |