রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার প্রকাশিত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় আবেদন প্রক্রিয়া সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। রাবি ভর্তি সার্কুলার দেখতে এখানে ক্লিক কর।
এজনজরে আবেদনের টুকিটাকি
প্রাথমিক আবেদন | ২৫ মে থেকে ৯ জুন ২০২২ |
চূড়ান্ত আবেদন | ১৫ জুন থেকে ২৮ জুন ২০২২ |
প্রাথমিক আবেদন ফি | ৫৫/- টাকা |
চূড়ান্ত আবেদন ফি | ১১০০/- টাকা |
প্রবেশপত্র ডাউনলোড | |
ভর্তি পরীক্ষা | ২৫, ২৬ ও ২৭ জুলাই |
ফলাফল | |
আবেদনের ঠিকানা | application.ru.ac.bd |
রাজশাহী বিশ্ববিদ্যালয় আবেদন ফি
২০২১-২২ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সিলেকশনের পর চূড়ান্ত আবেদন ফি ১১০০ টাকা।
রাজশাহী বিশ্ববিদ্যালয় আবেদন লিংক
রাবি তাদের ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য একটি ওয়েবসাইট নির্ধারণ করে রেখেছে। রাবি ভর্তি বিষয়ক অফিশিয়াল ওয়েবসাইট https://application.ru.ac.bd/ । এটিই রাজশাহী বিশ্ববিদ্যালয় আবেদন লিংক।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের নিয়ম
১। যোগ্যতা যাচাই
admission.ru.ac.bd ওয়েবসাইটের হোম পেজে “Start Preliminary Application” বাটনে ক্লিক করলে পরবর্তী পেজে প্রার্থীকে তার SSC/সমমান এবং HSC/সমমান উভয় পরীক্ষার রোল, শিক্ষাবোর্ড ও পাশের বছর প্রদান করতে হবে। সেই সাথে পেজে প্রদত্ত একটি ছবিতে দৃশ্যমান সংখ্যা ও অক্ষর (Captcha) যথাস্থানে ইনপুট দিতে হবে।
কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষাবোর্ডের স্থলে প্রযোজ্যক্ষেত্রে Technical-Vocational অথবা Technical-HBM/DIC (Diploma in Commerce অথবা Business Management-এর ক্ষেত্রে), GCE (A লেভেল, O লেভেল) ও BFA এর শিক্ষার্থীরা বোর্ডের স্থলে Others (GCE-A Level/BFA) সিলেক্ট করবে।
সকল তথ্য সঠিক ভাবে পূরণ করে “Submit” বাটনে ক্লিক করলে প্রার্থীর মোবাইল নম্বর প্রদানের পেজ পাওয়া যাবে। কোন আবেদনকারীর প্রয়োজনীয় তথ্যাদি শিক্ষাবোর্ড কর্তৃক প্রদত্ত ডাটাবেসে না পাওয়া গেলে “Complain Box”-এর মাধ্যমে সংশ্লিষ্ট অভিযোগ (প্রয়োজনীয় তথ্যাদি সহ) প্রদান করতে পারবে। প্রদানকৃত তথ্য পর্যবেক্ষন করে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হবে।
২। প্রাথমিক আবেদন প্রক্রিয়া
(ক) মোবাইল নম্বর/ইমেইল ভেরিফিকেশন
আবেদন প্রক্রিয়ার শুরুতেই প্রার্থীর মোবাইল নম্বর/ইমেইল নিশ্চিত করতে হবে। মোবাইল নম্বর/ইমেইল অবশ্যই প্রার্থীর নিজের অথবা অভিভাবকের হতে হবে । একই মোবাইল নম্বর/ইমেইল একাধিক প্রার্থীর জন্য ব্যবহার করা যাবে না। মোবাইল নম্বর/ইমেইল সতর্কতার সাথে প্রদান করা প্রয়োজন। ভুল তথ্য প্রদান করলে প্রার্থীর সাথে যোগাযোগ করা সম্ভব হবে না এবং এজন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
সঠিক মোবাইল নম্বর/ইমেইল প্রদানের পর “Submit”-এ ক্লিক করলে প্রদত্ত মোবাইল ফোন/ইমেইল এ একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। প্রাপ্ত কোডটি নির্ধারিত বক্সে লিখে “Verify” এ ক্লিক করলে মোবাইল নম্বর/ইমেইল নিশ্চিত হবে। মোবাইল নম্বর/ইমেইল ভুল হলে “Edit” লিংকে গিয়ে সংশোধন করা যাবে।

(খ) প্রাথমিক আবেদনের ইউনিট সিলেকশন
মোবাইল নম্বর/ইমেইল নিশ্চিত করার পরে প্রার্থীর SSC/সমমান এবং HSC/সমমান পরীক্ষার তথ্যসহ প্রাথমিক আবেদনযোগ্য ইউনিটসমূহের তালিকা প্রদর্শিত হবে। সকল তথ্য সঠিকভাবে মিলিয়ে নিতে হবে। কোন প্রকার গরমিল পরিলক্ষিত হলে “Exit”–এ ক্লিক করে তা সংশোধন করে নিতে হবে। আবেদনকারী যে যে ইউনিটে প্রাথমিক আবেদন করতে ইচ্ছুক তাদের পাশে টিক () চিহ্ন (আবেদনযোগ্য কোন ইউনিটে পরবর্তীতেও আবেদন করা যাবে) দিয়ে “Submit“-এ ক্লিক দিতে হবে।

(গ) ছবি আপলোড
এই ধাপে আবেদনকারীকে সদ্য তোলা একটি 300×400 পিক্সেল সাইজের স্পষ্ট (Studio quality) রঙ্গিন JPG ফরমেটের ছবি আপলোড করতে হবে। ছবির ফাইল সাইজ কোন মতেই ১০০ কিলোবাইটের বেশি হতে পারবে না।
ছবির পেছনে এক রঙের হালকা ব্যাকগ্রাউন্ড থাকবে; ব্যাকগ্রাউন্ডে কোন গাছপালা, প্রাকৃতিক দৃশ্য ইত্যাদি গ্রহণযোগ্য হবে না। স্কুল/কলেজের ড্রেস পরিহিত ছবি ব্যবহার করা যাবে না। উল্লেখ্য যে, আবেদনের সময় প্রদত্ত ছবিই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ব্যবহার করা হবে। সফটওয়্যারের সাহায্যে কোন রকম ইফেক্ট দেওয়া ছবি গ্রহনযোগ্য হবে না। প্রাথমিক আবেদনের সময় ছবি সংক্রান্ত কোন সংশোধন করা যাবে না।

(ঘ) কোটার তথ্য প্রদান
সঠিকভাবে ছবি আপলোডের পর পরবর্তী পেজে আবেদনকারীকে তার ঈপ্সিত কোটা/কোটাসমূহ (সংশ্লিষ্ট কোটার সুবিধা নিতে আগ্রহী হলে) সিলেক্ট করতে হবে। FFQ-এর আবেদনকারীকে অতিরিক্ত দুটি অপশন (পুত্র/কন্যা, নাতি/নাতনী) –এর একটি অবশ্যই সিলেক্ট করতে হবে। যে কোটায় আবেদন করতে ইচ্ছুক তার পাশে টিক চিহ্ন দিয়ে সংশ্লিষ্ট কাগজপত্রের স্ক্যান কপি (সর্বোচ্চ ২ মেগাবাইট) একটি মাত্র JPG/PDF ফাইলের মাধ্যমে আপলোড করতে হবে।
FFQ-এর ক্ষেত্রে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার সনদপত্র এবং প্রার্থীর সাথে সম্পর্ক প্রমানের প্রয়োজনীয় জন্মসনদ পত্র/পত্রসমূহ একটি ফাইল (PDF) –এর মাধ্যমে আপলোড করতে হবে। অন্যান্য কোটার ক্ষেত্রেও প্রয়োজনীয় প্রমাণপত্র আপলোড করতে হবে। সংগৃহীত সকল কাগজপত্র সংরক্ষণ করা হবে।
বিঃ দ্রঃ- ভর্তি পরীক্ষা পরবর্তী সময়ে কোটার সংশ্লিষ্ট মূল কাগজপত্র সহ প্রয়োজনীয় প্রমানাদি উপস্থাপনে ব্যর্থ হলে সকল প্রকার ভর্তির সুযোগ বাতিল করা হবে।

(ঙ) আবেদনের তথ্য প্রদান সম্পন্নকরন
প্রয়োজনীয় তথ্যাদি সঠিকভাবে প্রদানের পর “Next” বাটনে ক্লিকের মাধ্যমে পরবর্তী ধাপে আবেদনকারীর তথ্যাবলী প্রদর্শিত হবে। কোন তথ্য ভুল থাকলে “Back” বাটনে ক্লিক করে পূর্ববর্তী ধাপে ফিরে গিয়ে তা সংশোধন করা যাবে। “Submit Preliminary Application” বাটনে ক্লিক দিলে প্রার্থীর প্রাথমিক আবেদনের তথ্যাদি প্রদান সম্পন্ন হবে এবং একটি স্লিপ পাওয়া যাবে। উক্ত স্লিপে আবেদনকারীর Application ID, Bill Number এবং ফি এর পরিমাণ (৫৫/- টাকা) মুদ্রিত থাকবে। স্লিপটির নিচের দিকে অবস্থিত “Download Payslip” বাটনে ক্লিক করে স্লিপটি প্রিন্ট বা সংরক্ষণ (Save) করা যাবে। এই স্লিপে প্রদত্ত তথ্য পরবর্তীতে প্রয়োজন হবে। OK বাটনে ক্লিকের মাধ্যমে প্রক্রিয়াটি সমাপ্ত হবে। প্রাপ্ত Bill Number ব্যবহার করে মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে ফি প্রদান করতে হবে।

৩। ফি প্রদান পদ্ধতি ও আবেদন নিশ্চিতকরণ
স্লিপে প্রদত্ত Bill Number ব্যবহার করে রকেট এর মাধ্যমে প্রাথমিক আবেদনের ফি (সার্ভিস চার্জসহ ৫৫/- টাকা) নিম্নে উল্লেখিত পদ্ধতিতে প্রদান করার মাধ্যমে প্রাথমিক আবেদন নিশ্চিত (Confirm) করতে হবে।সংশ্লিষ্ট ফি প্রদান ব্যতিত আবেদন সম্পন্ন হবে না।
রকেট এর মাধ্যমে ফি প্রদান পদ্ধতি
Step-1: | *322# ডায়াল করতে হবে। |
Step-2: | “1. Bill Pay” অপশন সিলেক্ট করতে হবে। |
Step-3: | “2. Other” অপশন সিলেক্ট করতে হবে। |
Step-4: | “Enter Payer Mobile No.” এর স্থলে প্রার্থীর মোবাইল নম্বর দিতে হবে। |
Step-5: | “0. Other” অপশন সিলেক্ট করতে হবে। |
Step-6: | Enter Biller ID. এর স্থলে ‘377‘ টাইপ করতে হবে। |
Step-7: | Enter Bill Number এর স্থলে অবশ্যই স্লিপে প্রদত্ত Bill Number টি প্রদান করতে হবে। |
Step-8: | Enter Amount এর স্থলে স্লিপে প্রদত্ত সর্বমোট ফি এর পরিমাণ দিতে হবে। |
Step-9: | Enter PIN এর স্থলে Customer এর রকেট Account এর PIN নম্বর দিতে হবে। |
Step-10: | Payment Confirmation SMS আসবে। এই SMS থেকে Transaction ID (TxnID) সংরক্ষণ করতে হবে। |
ফি প্রদানের পরবর্তী ১ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট তথ্য ওয়েবসাইটে আপডেট না হলে হেল্প লাইনে যোগাযোগ করতে হবে।




ফটো আপলোড নির্দেশিকা
- সদ্য তোলা একটি ৩০০×৪০০ পিক্সেল সাইজের স্পষ্ট (Studio Quality) রঙ্গিন jpg ফরমেটের ছবি (সাইজ ১০০KB এর বেশী নয়) আপলোড করতে হবে।
- ছবির পেছনে এক রঙের হালকা ব্যাকগ্রাউন্ড থাকবে; ব্যাকগ্রাউন্ডে কোন গাছপালা, প্রাকৃতিক দৃশ্য ইত্যাদি গ্রহণযোগ্য হবে না। স্কুল/কলেজের ড্রেস পরা ছবি ব্যবহার করা যাবে না। উপরে উল্লেখিত সাইজের সাথে গরমিল থাকলেও কোন ছবি গ্রহণ করা হবে না। উল্লেখ্য যে আবেদনের সময় প্রদত্ত ছবিই প্রযোজ্য ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ব্যবহার করা হবে।
- সফটওয়্যারের সাহায্যে কোন রকম ইফেক্ট দেওয়া ছবি গ্রহনযোগ্য হবে না।
- ফটো আপলোডের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে। পরবর্তীতে আবেদনকারী অন্য কোনো ইউনিটে আবেদন করলে নতুন করে আর ফটো আপলোড করতে হবে না।
- কোন কারনে ভুল ছবি আপলোড করে আবেদন সম্পন্ন করলে অতিরিক্ত ফি ( ২০০ টাকা ) প্রদান সাপেক্ষে ছবি পরিবর্তন করা যাবে।
ছবি পরিবর্তন প্রক্রিয়া
- Online Application পেজের Student Login এ ক্লিকের মাধ্যমে পরবর্তী পেজে প্রয়োজনীয় তথ্য প্রদান করে ‘Next’ বাটনে ক্লিক করলে পূর্বে আপলোডকৃত ছবির নিচে ‘Change Photo’ বাটন পাওয়া যাবে।
- ‘Change Photo’ বাটনে ক্লিক করে আবেদনকারীকে তার মোবাইল নম্বর প্রদান করতে হবে। সঠিক মোবাইল নং প্রদান করলে পরবর্তী পেজে তার ছবিযুক্ত HSC রেজিস্ট্রেশন কার্ডের Scan Copy ও নতুন ছবি আপলোড করার সুযোগ পাওয়া যাবে।
- HSC রেজিস্ট্রেশন কার্ডের Scan Copy ও নতুন ছবি আপলোড সম্পন্ন হলে Bill Number সহ ২০০ (দুই শত) টাকার একটি স্লিপ প্রদান করা হবে।
- প্রদত্ত Bill Number ব্যবহার করে রকেট এর মাধ্যমে প্রদত্ত ফি (২০০ টাকা) নিম্নলিখিত পদ্ধতিতে প্রদান করার মাধ্যমে ছবি পরিবর্তন নিশ্চিত (Confirm) করতে হবে। সংশ্লিষ্ট ফি প্রদান ব্যতিত ছবি পরিবর্তনের আবেদন কার্যকর হবে না।
- পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে ওয়েবসাইটে আবেদনকারীর ছবি পরিবর্তনের বিষয়টি আপডেট করা হবে।