রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শেষ হয়েছে। তিন ইউনিটে আবেদন করেছে ১ লাখ ৭৮ হাজার ২৬৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। সেই হিসেবে বিশ্ববিদ্যালয়ের ৪ হাজার ২০ আসনের বিপরীতে লড়বে ৪৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
আইসিটি সেন্টার সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় তিন ইউনিটে (এ, বি, সি) আবেদন করেছে ১ লাখ ৭৮ হাজার ২৬৮ জন শিক্ষার্থী। এর মধ্যে ‘এ’ ইউনিটে আবেদন করেছে ৬৭ হাজার ২৩৭ জন, ‘বি’ ইউনিটে ৩৮ হাজার ৬২১ এবং ‘সি’ ইউনিটে ৭২ হাজার ৪১০ জন ভর্তিচ্ছু।
তবে এ বছর ভর্তি পরীক্ষার তিন ইউনিটের প্রত্যেকটিতে ৭২ হাজার করে মোট ২ লাখ ১৬ হাজার ভর্তিচ্ছু পরীক্ষা দেয়ার সুযোগ রয়েছে। কিন্তু বিভিন্ন ইউনিটে আবেদন কম থাকায় ৩৭ হাজার ৭৩২ টি আসন ফাঁকা রেখেই শেষ হয়েছে ভর্তি পরীক্ষা চূড়ান্ত আবেদন কার্যক্রম।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রাথমিক আবেদন শেষ জিপিএ ও নম্বরের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের চূড়ান্ত আবেদন সুযোগ দেওয়া হয়েছে। তিন ধাপে চূড়ান্ত আবেদন প্রক্রিয়া শেষ করেছেন শিক্ষার্থীরা। ‘বি’ ইউনিটে আবেদর কম পড়াই চূড়ান্ত আবেদনে সকল ভর্তিচ্ছু সুযোগ পেয়েছে। অন্যদিকে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করায় ‘এ’ ইউনিটে বাকি রয়েছে ৪ হাজার ৭৬৩টি আবেদন।
তিনি আরও জানান, ‘সি’ ইউনিটে সর্বাধিক আবেদন পড়াই জিপিএ ও নম্বরের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পেয়েছে। এ বছর বিশ্ববিদ্যালয়ের মোট আসন রয়েছে ৪ হাজার ২০টি। সেই হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বে ৪৪ জন ভর্তিচ্ছু।