সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেয়া যাবে কোন কোন বিশ্ববিদ্যালয়ে? একবার ভর্তি পরীক্ষা দেয়ার পর অধিকাংশ শিক্ষার্থীর মনে এই প্রশ্নটাই বারবার ঘুরপাক খায়। তাই আজকে আমরা সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ২০২৩ নিয়ে বিস্তারিত আলোচনা করব।
সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ২০২৩
একবার ভর্তি পরীক্ষা দেয়ার পর পূনরায় যেসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয়া যায়, তাদেরকে এক অর্থে সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় বলা যায়। আর যেসব পরীক্ষার্থী একবার ভর্তি পরীক্ষা দিয়ে চান্স না পেলে বা কাঙ্ক্ষিত সাবজেক্ট না পেলে পুনরায় পরীক্ষা দেয় তাদের সেকেন্ড টাইমার বলা হয়।
সেকেন্ড টাইম দেয়া যাবেনা যেসব বিশ্ববিদ্যালয়ে
যেসব বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম যেয়া যায়না, তা জানলে সহজেই সেকেন্ড টাইম পরীক্ষা যেসব বিশ্ববিদ্যালয়ে দেয়া যাবে তা বুঝতে পারবো। চলো প্রথমেই সেকেন্ড টাইম বন্ধ যেসব বিশ্ববিদ্যালয়ে তা জেনে নেই :
- ঢাকা বিশ্ববিদ্যালয়
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
- ঢাবি অন্তর্ভুক্ত সাত কলেজ
সেকেন্ড টাইম দেয়া যাবে যেসব বিশ্ববিদ্যালয়ে
এবার মূল টপিকে আসা যাক, সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ২০২৩। মূলত প্রায় অধিকাংশ বিশ্ববিদ্যালয়েই সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেয়ার সূযোগ রয়েছে। চলো এবার সেকেন্ড টাইম যেসব বিশ্ববিদ্যালয়ে রয়েছে তা নিয়ে স্পষ্ট ধারণা নেয়া যাক।
মেডিকেল ও বিশ্ববিদ্যালয় সমূহ:
- মেডিকেল
- আর্মি মেডিকেল কলেজ (AFMC)
- কৃষি গুচ্ছ
- জিএসটি গুচ্ছ
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- রাজশাহী বিশ্ববিদ্যালয়
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)
- মিলিটারি ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি (MIST)
বিভিন্ন কলেজ ও ইনিস্টিউট:
- ভেটিনারি কলেজ
- নিটোর
- টেক্সটাইল কলেজ
- বাংলাদেশ মেরিন একাডেমি
- রাজশাহী ইনস্টিটিউট অব বায়োসায়েন্স
- সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ (SEC)
- বরেন্দ্র ইনস্টিটিউট অব বায়োসায়েন্স
ইমপ্রুভ দিয়ে যেসব বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয়া যাবে
কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে শর্ত সাপেক্ষে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেয়া যায়। এর মধ্য অন্যতম শর্ত এইচএসসি ইমপ্রুভমেন্ট পরীক্ষা দেয়া। নিচে কিছু বিশ্ববিদ্যালয় ও তাদের সেকেন্ড টাইম পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে শর্তগুলো আলোচনা করা হলো:

- বুয়েটঃ সেকেন্ড টাইম দিতে পারবে যদি এবারে তোমার ফর্ম তোলার যোগ্যতা ছিলোনা, কিন্তু পুনরায় HSC এক্সামে রেজাল্ট ইম্প্রুভ হয় যা বুয়েটের সার্কুলারে চাওয়া রেজাল্ট অনুযায়ী ইলিজিবল হয়।
- বুটেক্স: সেকেন্ড টাইম দিতে পারবে যদি এবারে ফর্ম না তুলো এবং ইম্প্রুভ দাও।
- IUT: সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিতে পারবে যদি ১ম বার ফর্ম না তুলে থাকো। অর্থাৎ ফার্স্ট টাইম এ যদি আবেদন না করে থাকো তাহলে। তবে আবেদন করেছো, কিন্তু পরীক্ষা দাওনি, তাহলে আর সেকেন্ড টাইম দিতে পারবে না।
2nd time admission university list 2022
- Medical
- Rajshahi university
- AFMC
- GST Exam 2022
- Agri Cluster Exam 2022
- Jahangirnagar University (JU)
- BUP
- MIST
- BSMRMU
সেকেন্ড টাইম সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও এর উত্তর
প্রশ্ন ১ : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কি সেকেন্ড টাইম আছে?
উত্তর : না, সেকেন্ড টাইম নেই। এমনকি ইমপ্রুভমেন্ট দিয়েও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়া যায়না।
প্রশ্ন ২ : ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি সেকেন্ড টাইম আছে?
উত্তর : না।
প্রশ্ন ৩ : BUP তে কি সেকেন্ড টাইম আছে?
উত্তর : হ্যাঁ।
প্রশ্ন ৪ : জাবিতে কি সেকেন্ড টাইম থাকবে?
উত্তর : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম থাকার বিষয়ে ধোয়াশা তৈরি হলেও সর্বশেষ সিদ্ধান্ত মতে জাবিতে সেকেন্ড টাইম থাকবে।
প্রশ্ন ৫ : মেডিকেলে কি সেকেন্ড টাইম থাকবে?
উত্তর : অবশ্যই।
পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। শিক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সম্পর্কিত এমন তথ্যবহুল লেখা পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করো। এছাড়া সামাজিক যোগাযোগ মাধমে আমাদের তথ্যগুলো পেতে নিচের আইকনে ক্লিক কর।
IUT te jodi 1st time apply kori,tahole ki 2 nd time deya jabena?
আসসালামুয়ালাইকুম ভাই
আমি এইচএসসি 21 ব্যাচে এক্সাম দিয়েছি । কিন্তু আমি কোন এডমিশন টেস্ট দেই নাই। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও না।
এখন আমার কথা হচ্ছে যেহেতু আমি গত বছর এডমিশন পরীক্ষা দেই নাই।
এবছর কি ঢাকা বিশ্ববিদ্যালয় এডমিশন পরীক্ষা দিতে পারবো?? দয়া করে জানাবেন৷
হুম, জবিতে সেকেন্ড টাইম চালু করা হয়েছে।
Via Jagannath uni te ki second time allowed?
Agriculture ki 2nd time ace??
আমি ২০১৮ সালে SSC এবং ২০২০ সালে HSC পরীক্ষা দিয়েছি। রীতিমতো ২০২১ সালে আমার বিভিন্ন জায়গায় এপ্লাই করার কথা থাকলেও আমার বাবার দূর্ঘটনার কারণে আমি কোথাও এপ্লাই করতে পারিনি। এখন আমার প্রশ্ন হলো, ‘এই বছর কি আমি সব জায়গায় এপ্লাই করতে পারবো’? এবং পারলেও কোন কোন জায়গায় এপ্লাই করতে পারবো। দয়াকরে একটু উপকার করুন, প্লীজ???
01915538875 (imo & what’s app)
Vaia, ami 2019 e hsc dei.er por 2020 e improvement diyesi.r coronar karone 2021 e gst dei.ami ki jshob versity te second time thakbe shekhane exm dite parbo naki amr session shes hoye gese??????? Janaben please vaiaa…
ভাইয়া যারা ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিয়ে রেজাল্ট ইম্প্রুভ করে । তারা কি দ্বিতীয়বার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে না?
Vaiya ami buet butex e gotobar form tuli ni… Ami ki eibar prbo tulte?