বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ২য় মেরিট লিস্ট দ্রুততম সময়ে প্রকাশিত হবে। । আজকে আমরা বেরোবি ২য় মেরিট লিস্ট ও ফাঁকা আসন সংখ্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
এবছর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ম মেধাতালিকা থেকে ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। প্রথম মেধাতালিকায় সাবজেক্ট পাওয়া শিক্ষার্থীদের মধ্যে সকল ইউনিট মিলে মোট ৮৬৫ জন ভর্তি হয়েছে। এখনো ফাঁকা আসন রয়েছে মোট ৫৩০ টি।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ২য় মেরিট লিস্ট
বেরোবি দ্বিতীয় মেধাতালিকা এখনো অফিশিয়ালি প্রকাশিত হয়নি, তবে দ্রুততম সময়ে প্রকাশিত হবে।
বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ১০০৯ মেরিট পজিশন পর্যন্ত যেসব ভর্তিচ্ছুদের ৫৬ মার্কস পর্যন্ত, মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৪৫৯ মেরিট পজিশন পর্যন্ত যেসব ভর্তিচ্ছুদের মার্কস ৫৭.২৫ পর্যন্ত এবং ব্যবসায় শিক্ষা শাখা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ৪০৪ মেরিট পজিশন পর্যন্ত যেসব ভর্তিচ্ছুদের মার্কস ৫৯ রয়েছে তারাই বেরোবি ২য় মেধা তালিকায় সুযোগ পাবে।
বেরোবি ২য় মেরিট লিস্ট দেখার নিয়ম
- প্রথমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট admission.brur.ac.bd এ প্রবেশ করতে হবে।
- এরপর লগইন অপশনে ক্লিক করতে হবে।
- GST Application ID এবং GST Password ব্যবহার করে লগইন করতে হবে। GST Application ID/GST Password ভুলে গেলে শুধুমাত্র GST ওয়েবসাইট থেকে তা Recover করা যাবে।
- লগইন করলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২য় মেধাতালিকা দেখতে পাবে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ফাঁকা আসন সংখ্যা
২০২১-২২ সেশনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১ম মেধাতালিকা থেকে ভর্তি হয়েছে মোট ৮৬৫ জন । এখনো ফাঁকা আসন রয়েছে ৫৩০ টি।