বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২য় মেধাতালিকা থেকে ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। প্রথম ও দ্বিতীয় মেধাতালিকায় সাবজেক্ট পাওয়া শিক্ষার্থীদের মধ্যে সকল ইউনিট মিলে মোট মাত্র ৫৫৭ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এখনো ফাঁকা আসন রয়েছে মোট ৮৩৮ টি।
৩য় মেধাতালিকায় যত মেরিট পর্যন্ত সাবজেক্ট পেয়েছে
- বিজ্ঞান গ্রুপ : ১৮১৩ মেরিট পর্যন্ত
- মানবিক গ্রুপ : ৭৮০ মেরিট পর্যন্ত
- বাণিজ্য গ্রুপ : ৭৮৩ মেরিট পর্যন্ত
১ম ও ২য় মেধাতালিকায় ভর্তির পর গ্রুপ ভিত্তিক ফাঁকা আসন
তিন ইউনিটে ১৩৯৫ টি আসনের মধ্যে বিভিন্ন ইউনিটে ১ম ও ২য় মেধাতালিকায় মোট ৫৫৭ জন ভর্তি হয়েছে। ফাঁকা আসন রয়েছে মোট ৮৩৮ টি।
বিজ্ঞান গ্রুপ :
- মোট আসন : ৭০৭ টি
- ভর্তি হয়েছে : ২১৬ জন
- ফাঁকা আসন : ৪৯১ টি
মানবিক গ্রুপ:
- মোট আসন : ৩৬২ টি
- ভর্তি হয়েছে : ১৯৯ জন
- ফাঁকা আসন : ১৬৩ টি
বাণিজ্য গ্রপ:
- মোট আসন : ৩২৬ টি
- ভর্তি হয়েছে : ১৪২ জন
- ফাঁকা আসন : ১৮৪ টি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ৩য় মেধাতালিকা
ফাঁকা আসন সাপেক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৩য় মেধাতালিকা প্রকাশিত হয়েছে। ফলাফল দেখতে নিচের ‘ফলাফল দেখুন’ এ ক্লিক কর।
৩য় থেকে ৭ম মেধাতালিকার ভর্তির নোটিশ
