চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিট মানবন্টন ২০২২ নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। যদিও এখনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২২ প্রকাশিত হয়নি, তবে চবি ভর্তি মানবন্টন পূর্বের ন্যায় থাকাবে ইনশাআল্লাহ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২২ দেখতে এখানে ক্লিক কর।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিট মানবন্টন
মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিটে সকল বিজ্ঞান ও জীববিজ্ঞান বিভাগ / ইনস্টিটিউট রয়েছে। তাই চবি ক ইউনিট মানবন্টন বিজ্ঞান গ্রুপের সাবজেক্ট কে ভিত্তি করে। ভর্তি পরীক্ষা মোট ১২০ নম্বরে হিসেব করা হবে। এর মধ্যে বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে যুক্ত হবে।
- বাংলা – ১০ নম্বর
- ইংরেজি – ১০ নম্বর
- পদার্থ – ২৫ নম্বর
- রসায়ন – ২৫ নম্বর
- জীববিজ্ঞান – ২৫ নম্বর
- গনিত – ২৫ নম্বর
পদার্থবিদ্যা, রসায়ন, গণিত ও জীববিদ্যা এই ৪টি বিষয়ের মাঝে যেকোনো ৩টি বিষয়ে উত্তর দিতে হবে। পরীক্ষায় বাংলায় ন্যূনতম ৩, ইংরেজিকে ৪ নম্বর পেতে হবে। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিট সিলেবাস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পূর্ণ সিলেবাসে অনুষ্ঠিত হবে৷ তাই সম্পূর্ণ সিলেবাসের উপর ভর্তি প্রস্তুতি নিতে হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবেদন করার নিয়ম
- প্রথমে আপনাকে বিশ্ববিদ্যালয়ে অফিসিয়াল ওয়েবসাইট http://admission.cu.ac.bd এ প্রবেশ করতে হবে. ‘Apply Now’ বাটনে ক্লিক করতে হবে।
- ‘Apply Now’ বাটনে ক্লিক করার পর আবেদনকারী উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার রোল নম্বর, পাসের সন ও বোর্ডের নাম এবং মাধ্যমিক বা সমমান পরীক্ষার রোল নম্বর, পাসের সন ও বোর্ডের নাম প্রদান করার ফর্ম দেখতে পাবেন।
- তথ্যগুলো সঠিক ভাবে পূরণ করে ‘Submit’ বাটনে ক্লিক করতে হবে।
- আবেদনের সময় যেই মোবাইল নম্বর ব্যবহার করা হবে তা অবশ্যই শিক্ষার্থীর মোবাইল নম্বর হতে হবে। ভর্তি পরীক্ষার সকল নোটিফিকেশন উক্ত নাম্বারে প্রদান করা হবে।
- আবেদনকারীকে তার প্রোফাইলের নির্দিষ্ট অংশে গিয়ে সদ্য তোলা পাসপোর্ট সাইজের একটি ছবি আপলোড করতে হবে।
- আবেদনকারী ‘রকেট’ অথবা ‘শিওর ক্যাশ’ অথবা ‘বিকাশ’ এর মাধ্যমে আবেদনকারীকে ঐ ইউনিট/উপ-ইউনিটের জন্য আবেদন ফি জমা দিতে হবে।