চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২২ | চবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট admission.cu.ac.bd এ প্রকাশিত হয়েছে। যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক তাদের অব্যশই আগে থেকে ভর্তি পরীক্ষা সম্পর্কে জানা উচিত । তাই আজকে আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ভর্তি তথ্য ও ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২২
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের টপ র্যাংকিং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি । প্রতি বছর শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করে । অনেকেরই স্বপ্ন চবিতে পড়ার কিন্তু শেষ পর্যন্ত যারা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তারাই ভর্তি হতে পারে । আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব।
গুরুত্বপূর্ণ তথ্য
আবেদন শুরু: ১৫ জুন সকাল ১১টা থেকে
আবেদনের শেষ: ৮ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত
ফি জমাদান শেষ তারিখ: ১৫ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত
আবেদন ফি: ৭৫০+১০০ টাকা
ভর্তি পরীক্ষা: ১৬ আগষ্ট থেকে ২৫ আগষ্ট ২০২২
প্রবেশ পত্র ডাউনলোড :
আবেদন লিংক : admission.cu.ac.bd
ইউনিট পরিচিতি
এ ইউনিট | সকল বিজ্ঞান ও জীববিজ্ঞান বিভাগ / ইনস্টিটিউট |
বি ইউনিট | কলা ও মানবিক অনুষদ |
বি-১ ইউনিট | উপ-ইউনিট |
সি ইউনিট | বিজনেস স্টাডিজ অনুষদ |
ডি ইউনিট | সামাজিক বিজ্ঞান অনুষদের সমস্ত বিভাগ |
ডি-১ ইউনিট | উপ-ইউনিট |
চবি ভর্তি পরীক্ষার তারিখ
চবি ভর্তি পরীক্ষার নতুন সময়সূচী দেওয়া হল –
ইউনিট | তারিখ |
এ ইউনিট | ১৬ ও ১৭ আগস্ট |
বি ইউনিট | ২০ ও ২১ আগস্ট |
সি ইউনিট | ১৯ আগস্ট |
ডি ইউনিট | ২২ ও ২৩ আগস্ট |
বি-১ উপ-ইউনিট | ২৪ আগস্ট |
ডি-১ উপ-ইউনিট | ২৪ আগস্ট |
বি-১ ও ডি-১ উপ-ইউনিটের ব্যবহারিক পরীক্ষার তারিখসমূহ
চারুকলা ইন্সটিটিউট | – |
নাট্যকলা বিভাগ | – |
সংগীত বিভাগ | – |
ফিজিকাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগ | – |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যোগ্যতা
আবেদনকারীকে অবশ্যই ২০১৯ সালে এসএসসি/সমমান এবং ২০২১ সালে এইচএসসি/সমমান পাশ করতে হবে এবং নিন্মোক্ত যোগ্যতা অর্জন করতে হবে ।
যোগ্যতা | |
A | এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় সহ মোট জিপিএ ৮.০০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৪.০০ পেতে হবে। |
B & B1 | বিজ্ঞান – এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় সহ মোট জিপিএ ৮.০০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৩.৫০ পেতে হবে। মানবিক – এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৭.৫০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৩.০০ পেতে হবে। ব্যবসা – এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় সহ মোট জিপিএ ৮.০০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৩.৫০ পেতে হবে। |
C | সি ইউনিট – এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৮.০০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৩.৫০ পেতে হবে। |
D | এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৭.৫০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ৩.৫০ পেতে হবে। |
D1 | এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ে মোট জিপিএ ৬.০০ হতে হবে । প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে অবশ্যই ২.৫০ পেতে হবে। |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২২
ভর্তি পরীক্ষা মোট ১২০ নম্বরে হিসেব করা হবে। এর মধ্যে বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে যুক্ত হবে।
চবি এ ইউনিট মানবন্টন
- বাংলা – ১০ নম্বর
- ইংরেজি – ১৫ নম্বর
- পদার্থ – ২৫ নম্বর
- রসায়ন – ২৫ নম্বর
- জীববিজ্ঞান – ২৫ নম্বর
- গনিত – ২৫ নম্বর
পদার্থবিদ্যা, রসায়ন, গণিত ও জীববিদ্যা এই ৪টি বিষয়ের মাঝে যেকোনো ৩টি বিষয়ে উত্তর দিতে হবে। পরীক্ষায় বাংলায় ন্যূনতম ৩, ইংরেজিতে ৪ নম্বর পেতে হবে। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০।
বি ইউনিট মানবন্টন
- বাংলা বা ঐচ্ছিক ইংরেজি – ৩৫ নম্বর
- ইংরেজি – ৩৫ নম্বর
- সাধারণ জ্ঞান – ৩০ নম্বর
প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০।
বি-১ ইউনিট মানবন্টন
- বাংলা বা ঐচ্ছিক ইংরেজি – ৩৫ নম্বর
- ইংরেজি – ৩৫ নম্বর
- সাধারণ জ্ঞান – ৩০ নম্বর
প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০।
সি ইউনিট মানবন্টন
- ইংরেজি – ৩০ নম্বর
- হিসাববিজ্ঞান – ৩৫ নম্বর
- ব্যবসায় নীতি ও প্রয়োগ – ৩৫ নম্বর
প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০।
ডি ইউনিট মানবন্টন
- বাংলা বা ঐচ্ছিক ইংরেজি – ৩০ নম্বর
- ইংরেজি – ৩০ নম্বর
- বিশ্লেষণ দক্ষতা- ২০ নম্বর
- সাধারণ জ্ঞান/গণিত/অর্থনীতি – ২০ নম্বর
প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০।
ডি-১ ইউনিট মানবন্টন
- বাংলা বা ঐচ্ছিক ইংরেজি – ৩৫ নম্বর
- ইংরেজি – ৩০ নম্বর
- সাধারণ জ্ঞান – ৩৫ নম্বর
প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৩৫।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা ২০২২
‘এ’ ইউনিট
বিষয় | আসন সংখ্যা |
পদার্থবিদ্যা | ১১০ |
রসায়ন | ১১০ |
গণিত | ১১০ |
পরিসংখ্যান | ১১০ |
ফলিত রসায়ন ও কেমিকৌশল | ৩০ |
ফরেস্ট্রি | ৪০ |
পরিবেশবিজ্ঞান | ৩৫ |
প্রাণিবিদ্যা | ১০০ |
উদ্ভিদবিজ্ঞান | ১০০ |
ভূগোল ও পরিবেশবিদ্যা | ৪০ |
প্রাণ রসায়ন ও অনুপ্রাণ | ৪০ |
মাইক্রোবায়োলজি | ৪০ |
মৃত্তিকা বিজ্ঞান | ৫০ |
জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি | ৩৫ |
মনোবিজ্ঞান | ২২ |
ফার্মেসি | ৩০ |
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ | ৬৫ |
ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং | ৫৫ |
ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস | ৪০ |
ওশানীগ্রাফী | ২৫ |
ফিসারিজ | ২৫ |
মোট আসন | ১২১২ টি |
‘বি’ ইউনিট
২০২১-২২ সেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিট আসন সংখ্যা ও সাবজেক্টসমূহ নিচে দেয়া হলো-
বিষয় | আসন |
দর্শন | ১২০ |
ইতিহাস | ১২০ |
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি | ১২০ |
আরবি ও ইসলামিক স্টাডিজ | ১২০ |
বাংলা | ১১০ |
ইংরেজি | ১১০ |
ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ | ১০৫ |
পালি | ৮৫ |
সংস্কৃত | ৭০ |
ফারসি ভাষা ও সাহিত্য | ৫০ |
বাংলাদেশ স্টাডিজ | ৫০ |
আধুনিক ভাষা ইনস্টিটিউটে | ৪১ |
নাট্যকলা (বি১ ইউনিট) | ৩৫ |
সংগীত (বি১ ইউনিট) | ৩০ |
চারুকলা (বি১ ইউনিট) | ৬০ |
মোট আসন | ১২২১ টি |
‘সি’ ইউনিট
২০২১-২২ সেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিট আসন সংখ্যা ও সাবজেক্টসমূহ নিচে দেয়া হলো-
বিষয় | আসন |
অ্যাকাউন্টিং | ৮৭ |
ম্যানেজমেন্ট | ৬৫ |
ফাইন্যান্স | ৯৫ |
মার্কেটিংয় | ৭৭ |
ব্যাংক অ্যান্ড ইনস্যুরেন্স | ৬৭ |
হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্ট | ৫০ |
মোট আসন | ৪৪১ টি |
‘ডি’ ইউনিট
এদিকে, ‘ডি’ ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগগুলোর মধ্যে সমাজবিজ্ঞান অনুষদের সব বিভাগ, আইন অনুষদের আইন বিভাগ, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সব বিভাগ (উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান/মানবিক শাখা) এবং জীববিজ্ঞান অনুষদের ভূগোল ও পরিবেশবিদ্যা এবং মনোবিজ্ঞান বিভাগ (উচ্চ মাধ্যমিকে মানবিক শাখা)। এই বিভাগগুলোতে আসন সংখ্যা মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে আসা শিক্ষার্থীদের মধ্যে ভাগ করে দেওয়া আছে। বিভাগভিত্তিক আসন সংখ্যা এরকম—
অর্থনীতি (মানবিক ৪০টি, বিজ্ঞান ৬৬টি ও ব্যবসায় ২৬টি মিলিয়ে ১৩২টি), রাজনীতি বিজ্ঞান (মানবিক ৫৩টি, বিজ্ঞান ৫৩টি ও ব্যবসায় ২৬টি মিলিয়ে ১৩২টি), সমাজতত্ত্ব (মানবিক ৫৩টি, বিজ্ঞান ৫৩টি ও ব্যবসায় ২৬টি মিলিয়ে ১৩২টি), লোকপ্রশাসন (মানবিক ৫৩টি, বিজ্ঞান ৫৩টি ও ব্যবসায় ২৬টি মিলিয়ে ১৩২টি), নৃবিজ্ঞান (মানবিক ৩৪টি, বিজ্ঞান ৩৪টি ও ব্যবসায় ১৭টি মিলিয়ে ৮৫টি), আন্তর্জাতিক সস্পর্ক (মানবিক ৩৪টি, বিজ্ঞান ৩৪টি ও ব্যবসায় ১৭টি মিলিয়ে ৮৫টি), যোগাযোগ ও সাংবাদিকতা (মানবিক ২৪টি, বিজ্ঞান ২৪টি ও ব্যবসায় ১২টি মিলিয়ে ৬০টি), ডেভেলপমেন্ট স্টাডিজ (মানবিক ১২টি, বিজ্ঞান ১২টি ও ব্যবসায় ৬টি মিলিয়ে ৩০টি), ক্রিমিনোলজি ও পুলিশ সায়েন্স (মানবিক ১২টি, বিজ্ঞান ১২টি ও ব্যবসায় ৬টি মিলিয়ে মোট ৩০টি আসন)।
এই ইউনিটে আইন বিভাগের ১১৫টি আসন সবার জন্য উন্মুক্ত। বাকি বিভাগগুলোর মধ্যে অ্যাকাউন্টিংয়ে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য ২০টি ও মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য তিনটি, ম্যানেজমেন্টে বিজ্ঞান শাখার জন্য ৪০টি ও মানবিক শাখার জন্য পাঁচটি, ফাইন্যান্সে বিজ্ঞান শাখার জন্য ১০টি ও মানবিক শাখার জন্য পাঁচটি, মার্কেটিংয়ে বিজ্ঞান শাখার জন্য ৩০টি ও মানবিক শাখার জন্য তিনটি, ব্যাংকি অ্যন্ড ইনস্যুরেন্সে বিজ্ঞান শাখার জন্য ৩০টি ও মানবিক শাখার জন্য তিনটি, হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্টে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য ৪৭টি ও মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য তিনটি আসন রয়েছে। এর বাইরে মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ভূগোল ও পরিবেশবিদ্যায় ১০টি ও মনোবিজ্ঞানে ১৮টি আসন রয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবেদন করার নিয়ম
- প্রথমে আপনাকে বিশ্ববিদ্যালয়ে অফিসিয়াল ওয়েবসাইট http://admission.cu.ac.bd এ প্রবেশ করতে হবে. ‘Apply Now’ বাটনে ক্লিক করতে হবে।
- ‘Apply Now’ বাটনে ক্লিক করার পর আবেদনকারী উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার রোল নম্বর, পাসের সন ও বোর্ডের নাম এবং মাধ্যমিক বা সমমান পরীক্ষার রোল নম্বর, পাসের সন ও বোর্ডের নাম প্রদান করার ফর্ম দেখতে পাবেন।
- তথ্যগুলো সঠিক ভাবে পূরণ করে ‘Submit’ বাটনে ক্লিক করতে হবে।
- যেই মোবাইল নম্বর ব্যবহার করা হবে তা অবশ্যই শিক্ষার্থীর মোবাইল নম্বর হতে হবে। ভর্তি পরীক্ষার সকল নোটিফিকেশন উক্ত নাম্বারে প্রদান করা হবে।
- তার প্রোফাইলের নির্দিষ্ট অংশে গিয়ে সদ্য তোলা পাসপোর্ট সাইজের একটি ছবি আপলোড করতে হবে।
- আবেদনকারী ‘রকেট’ অথবা ‘শিওর ক্যাশ’ অথবা ‘বিকাশ’ এর মাধ্যমে আবেদনকারীকে ঐ ইউনিট/উপ-ইউনিটের জন্য আবেদন ফি জমা দিতে হবে।
চবি প্রবেশপত্র ডাউনলোড প্রক্রিয়া
- প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট https://admission.cu.ac.bd/ তে প্রবেশ করতে হবে।
- অপশনে ক্লিক করতে হবে।
- User ID ও Password প্রদান করে লগইন করতে হবে।
- তারপর প্রবেশপত্র ডাউনলোড অপশনে ক্লিক করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রবেশপত্র ডাউনলোড পিডিএফ আকারে ডাউনলোড করতে হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২২





