২৭ ও ২৮ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিট এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। চান্স পাওয়ার সম্ভাবনা ও নিজের অবস্থান জানতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিট প্রশ্ন সমাধান জানা অতীব জরুরি। তাই আজ আমরা চবি বি ইউনিট প্রশ্ন সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করব ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিট প্রশ্ন সমাধান ২০২০-২১
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটের প্রশ্ন সমাধান নিচে আলোচনা করা হয়েছে। পরীক্ষার্থীরা নিজ নিজ উত্তর এর সাথে সমাধান মিলিয়ে প্রাপ্ত নম্বর হিসেব করে নিজের অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে পারে।
চবি খ ইউনিট প্রশ্ন সমাধান ২০২০-২১
শিফট – ১


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিট প্রশ্ন ২০২০-২১
শিফট – ১







চট্টগ্রাম বিশ্ববিদ্যায় ভর্তি পরীক্ষার ফলাফল ২০২০-২১
চবি ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর আগে যেমন বিশ্ববিদ্যালয়ে গিয়েই অধীর হয়ে খোঁজ নিতে হতো, প্রযুক্তির কল্যাণে সেই চালচিত্র বদলে গেছে। বিভিন্ন ভাবেই এখন আবেদনকারী শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার ফলাফল জানার উপায় রয়েছে।
যেভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেখবে
1. বিশ্ববিদ্যালয়ের নোটিশবোর্ডে
যদিও গত ভর্তি পরীক্ষায়ও বিশ্ববিদ্যালয় নোটিশ বোর্ডে রেজাল্ট শিট দিয়ে দেয়া হলেও এবার কোভিড – ১৯ মহামারী পরিস্থিতিতে একই পন্থা অবলম্বন করা হবে কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহের কারণ রয়েছে।
তবে নোটিশ বোর্ডে রেজাল্ট না দিলেও ঘরে বসেই রেজাল্ট দেখে নেয়ার ভালো রকমের উপায় রয়েছে প্রযুক্তির আশির্বাদে। অতীতেও অবশ্য চট্টগ্রামের স্থানীয় বাসিন্দারা ছাড়া তেমন কেউ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডের সুবিধাটা নিতে পারেনি।
2. অনলাইনের মাধ্যমে
ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সাথে সাথেই http://admission.cu.ac.bd ঠিকানায় গিয়ে রেজাল্ট ট্যাবে ক্লিক করতে হবে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ এবং সাক্ষাৎকারের জন্য ডাক পাওয়া সকল শিক্ষার্থীদের রোল নম্বর দিয়ে সাজানো মেধাতালিকা এবং অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীদের রোল নম্বর দিয়ে সাজানো একটি পিডিএফ দিয়ে দেয়া হয়। পিডিএফটি ডাউনলোড করে খুঁজে নিতে হবে ভর্তি পরীক্ষার জন্য পাওয়া শিক্ষার্থীর নিজের রোল নম্বরটি।
অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট রেজাল্ট দেখার মিরর সাইট তৈরী করে রাখে, সেখানে গিয়ে রোল নম্বর দিয়ে সাবমিট করেও রেজাল্ট দেখা যায়, তবে এক্ষেত্রে ফলাফল প্রকাশিত হওয়ার পর প্রথম কয়েক ঘন্টা সার্ভার ব্যস্ত থাকায় প্রায়ই ফলাফল প্রদর্শন করতে ব্যর্থ হয়।
3. মোবাইল এসএমএসের মাধ্যমে
কেউ চাইলে মোবাইল এসএমএসের মাধ্যমেও ভর্তি পরীক্ষার ফলাফল দেখতে পারবে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে cu<space>athn<space>roll no, এরপর মেসেজটি পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে। সেবাটি যদিও টেলিটকের অধিকৃত তবে যে কোন মোবাইল অপারেটর থেকেই মেসেজ পাঠিয়ে এই সেবা গ্রহন করে ভর্তি পরীক্ষার ফলাফল জানা যাবে।
প্রতিটি মেসেজের জন্য সার্ভিস চার্জ ২.৫০ টাকা প্রযোজ্য হবে।
পরীক্ষার তারিখসমূহ
ইউনিট | তারিখ |
বি ইউনিট | ২৭ ও ২৮ অক্টোবর ২০২১ |
ডি ইউনিট | ৩০ ও ৩১ অক্টোবর ২০২১ |
এ ইউনিট | ০১ ও ০২ নভেম্বর ২০২১ |
সি ইউনিট | ২৯ অক্টোবর ২০২১ |
বি-১ উপ-ইউনিট | ০৫ নভেম্বর ২০২১ |
ডি-১ উপ-ইউনিট | ০৫ নভেম্বর ২০২১ |
Chittagong University B unit Question Solve 2020-21
Chittagong University B unit Question Solve 2020-21
CU B unit Question Solution 2020-21
CU Kha Unit Question Solve 2020-21