চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২২ নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। যদিও এখনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২২ প্রকাশিত হয়নি, তবে চবি ভর্তি মানবন্টন পূর্বের ন্যায় থাকাবে ইনশাআল্লাহ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২২ দেখতে এখানে ক্লিক কর।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২২
আজকের এই লেখা চট্টগ্রাম বিশ্ববিশ্ববিদ্যালয় মানবন্টন ২০২২ নিয়ে । নিচে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিট মানবন্টন, চচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিট মানবন্টন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিট মানবন্টন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিট মানবন্টন সহ বি-১ ও ডি-১ উপইউনিট এর মানবন্টন সম্পর্কে জানব।
চবি এ ইউনিট মানবন্টন
মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিটে সকল বিজ্ঞান ও জীববিজ্ঞান বিভাগ / ইনস্টিটিউট রয়েছে। তাই চবি ক ইউনিট মানবন্টন বিজ্ঞান গ্রুপের সাবজেক্ট কে ভিত্তি করে। ভর্তি পরীক্ষা মোট ১২০ নম্বরে হিসেব করা হবে। এর মধ্যে বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে যুক্ত হবে।
- বাংলা – ১০ নম্বর
- ইংরেজি – ১০ নম্বর
- পদার্থ – ২৫ নম্বর
- রসায়ন – ২৫ নম্বর
- জীববিজ্ঞান – ২৫ নম্বর
- গনিত – ২৫ নম্বর
পদার্থবিদ্যা, রসায়ন, গণিত ও জীববিদ্যা এই ৪টি বিষয়ের মাঝে যেকোনো ৩টি বিষয়ে উত্তর দিতে হবে। পরীক্ষায় বাংলায় ন্যূনতম ৩, ইংরেজিকে ৪ নম্বর পেতে হবে। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০।
বি ইউনিট মানবন্টন
কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত সব বিভাগ ও ইনস্টিটিউট নিয়ে ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটে ভর্তি পরীক্ষা মোট ১২০ নম্বরে মধ্যে বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে যুক্ত হবে।
- বাংলা বা ঐচ্ছিক ইংরেজি – ৩৫ নম্বর
- ইংরেজি – ৩৫ নম্বর
- সাধারণ জ্ঞান – ৩০ নম্বর
প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০।
বি-১ ইউনিট মানবন্টন
কলা ও মানববিদ্যা অনুষদ অধিভুক্ত চারুকলা ইনস্টিটিউট, নাট্যকলা এবং সংগীত বিভাগ বি-১ উপইউনিটের অধীন। এই ইউনিটে ভর্তি পরীক্ষা মোট ১২০ নম্বরে মধ্যে বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে যুক্ত হবে।
- বাংলা বা ঐচ্ছিক ইংরেজি – ৩৫ নম্বর
- ইংরেজি – ৩৫ নম্বর
- সাধারণ জ্ঞান – ৩০ নম্বর
প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০।
চবি সি ইউনিট মানবন্টন
ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সব বিভাগ নিয়ে ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটে ভর্তি পরীক্ষা মোট ১২০ নম্বরে মধ্যে বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে যুক্ত হবে।
- ইংরেজি – ৩০ নম্বর
- হিসাববিজ্ঞান – ৩৫ নম্বর
- ব্যবসায় নীতি ও প্রয়োগ – ৩৫ নম্বর
প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০।
চবি ডি ইউনিট মানবন্টন
সমাজবিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সব বিভাগ, আইন অনুষদের আইন বিভাগ, শিক্ষা অনুষদের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগ, জীববিজ্ঞান অনুষদভুক্ত ভূগোল, পরিবেশবিদ্যা এবং মনোবিজ্ঞান বিভাগ নিয়ে পরীক্ষা হবে ‘ডি’ ইউনিটের। এই ইউনিটে ভর্তি পরীক্ষা মোট ১২০ নম্বরে মধ্যে বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে যুক্ত হবে।
- বাংলা বা ঐচ্ছিক ইংরেজি – ৩০ নম্বর
- ইংরেজি – ৩০ নম্বর
- বিশ্লেষণ দক্ষতা- ২০ নম্বর
- সাধারণ জ্ঞান/গণিত/অর্থনীতি – ২০ নম্বর
প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০।
চবি ডি-১ ইউনিট মানবন্টন
ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের জন্য পরীক্ষা হবে ‘ডি-১’ উপইউনিটে। এই ইউনিটে ভর্তি পরীক্ষা মোট ১২০ নম্বরে মধ্যে বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে যুক্ত হবে।
- বাংলা বা ঐচ্ছিক ইংরেজি – ৩৫ নম্বর
- ইংরেজি – ৩০ নম্বর
- সাধারণ জ্ঞান – ৩৫ নম্বর
প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৩৫।