২০২১-২২ সেশনের ডেন্টাল ভর্তি পরীক্ষা ২২ এপ্রিল অনুষ্ঠিত সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই এই পোষ্টে আমরা ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১-২২ প্রকাশ করেছি। ডেন্টাল ভর্তি পরীক্ষার্থীরা এই পোস্ট থেকে ডেন্টাল প্রশ্ন সমাধান করে নিতে পারো।
ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১-২২
২২ এপ্রিল ডেন্টাল ভর্তি পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত হওয়ার পর আমাদের দক্ষ শিক্ষকগন তা সমাধান করেন। নিচে ডেন্টাল ভর্তি পরীক্ষার সমাধানকৃত প্রশ্ন ও উত্তর দেয়া হলো –
জীববিজ্ঞান প্রশ্ন সমাধান
১। সম্পূর্ণ ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিন্ড–কুমির
২। কোন স্তন্যপায়ী ডিম পাড়ে– প্লাটিপাস
৩। কোন হরমোন গ্যাস্ট্রিক রস নি:সরন—গ্যাস্ট্রিন
৪। যকৃতের ম্যাক্রোফেজ–কাপফার কোষ
৫। প্লাজমা প্রোটিন নয়- ক্রিয়েটিনিন
৬। পূর্ণবয়স্ক মহিলায় ১০০ মি.লি. রক্তে হিমোগ্লোবিন থাকে-
৭। দেহের ওজনের কত % রক্ত- ৭-৮%
৮। অ্যান্টিবডি তৈরি করে– B লিম্ফোসাইট
৯। কোনটি স্বাভাবিক পেসমেকার-SAN
১০। কোনটি স্মৃতিকোষ– লিম্ফোসাইট
১১। Live attenuated ভ্যাক্সিন–ইনফ্লুয়েঞ্জা
১২। AB ব্লাড গ্রুপের অ্যান্টিবডি- নাই
১৩। কোষ বিভাজন হয় না- RBC
১৪। RBC তে কোন বিভাজন হয়- মাইটোসিস
১৫। নিউক্লিয়াসের বিভাজন–ক্যারিওকাইনেসিস
১৬। কোনটি পোয়েসি গোত্রের নয়–ঢেঁড়স
১৭। দোয়েলের বৈজ্ঞানিক নাম–Copsychus saularis
১৮। গমের বৈজ্ঞানিক নাম–Triticum aestivum
১৯। সেকেন্ডারি বৃদ্ধি ঘটায়– ক্যাম্বিয়াম
২০। মূলের ভাস্কুলার বান্ডল– অরীয়
২১। পানির বিভাজন- ফটোলাইসিস
২২। C4 উদ্ভিদ-ইক্ষু
২৩। সবাত শ্বসনে ATP–38
২৪। গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রের সংযোগকারী–অ্যাসিটাইল কো-এ
২৫। Na+-K+ এর ভারসাম্য তক্ষা করে–অ্যালডোস্টেরন
২৬। কত% পানি প্রস্বেদনের মাধ্যমে বেরিয়ে যায়–৯৯%
২৭। আণবিক কাঁচি– রেস্ট্রিকশন এনজাইম
২৮। বি-১০ উদ্ভিদ তৈরি–কৃত্রিম প্রজনন
রসায়ন প্রশ্ন সমাধান
1.অগ্রগণ্য মূলক- -COOH
2. ইলেকট্রোফাইল- AlCl3
3. SN1 বিক্রিয়া কয় ধাপ- 2
4. কোন অ্যলকোহল নিরুদিত হয়ে অ্যালকিন গঠন করে না – CH3OH
5. s ব্লক, p ব্লক- 14,36
6. ধানের তুষ থেকে তেল – দ্রাবক নিষ্কাশন
7. NH4+, PH4+ – sp3
8. sp3d3 – পঞ্চভুজীয় দ্বিপিরামিড
9. পোলার যৌগ – H2O
10. পোলারায়নের সাথে সম্পর্কিত – আয়নিক যৌগ।
11. অধিক পোলারায়িত- BeCl2
12. তাপহারী : N2+O2=2NO
13. ক্ষারীয় বাফার – NH4Cl + NH4OH
14. Ph বাড়াতে ব্যবহৃত – CaO
15. Ka= 1.8 ×10^-5 ph কত?
16. সবল এসিড ও সবল ক্ষার – 57.34 kj
17. গ্যাসীয় বিজারক- SO2
18. অ্যমোনিয়াকার সিলভার নাইট্রেট- CH3-CH2-C=CH (কবীর অনুশীলনী )
19. তাপমাত্রা, চাপ, আয়তনের সম্পর্ক স্থাপন করে- PV=nRT
20. মিশ্রণের ঘনমাএা কত?- Blank
21. কোনটি চুম্বক নয়? – Bi
22. স্থায়ী মূল কণিকা- প্রোটন, ইলেকট্রন, নিউট্রন
23. খরপানিতে ফেনা হয়না কারণ- Ca2+ ও Mg2+ সাবানের সঙ্গে বিক্রিয়া করে অদ্রবণীয় গাদ তৈরি করে।
পদার্থ প্রশ্ন সমাধান
1. 5m উঁচু হতে কোন বস্তু ভূপৃষ্ঠে পতিত হলে
বিভবশক্তি ও গতিশক্তির অনুপাত কত? -২ঃ১
2. 20 মিটার উঁচু হতে কোন বস্তু পতিত হলে
এবং ভূপৃষ্ঠের মধ্যে এক মিটার ঢুকে গেলে, কোনটি সংরক্ষিত থাকে? – শুধু ভরবেগ
3. সেকেন্ড দোলকের দৈর্ঘ্য তিনগুণ বৃদ্ধি করলে দোলনকাল কত হবে? – ৯গুণ
4. ২০ watt মানে কি? – ১সেকেন্ডে ২০জুল কাজ
5 চার্জ প্রবাহের হারের একক কি? – অ্যাম্পিয়ার
6. মাইক্রোওয়েভ ব্যবহৃত হয়? – রাডারে
ইসহাক অনুশীলন
7. গতিশীল অবস্হার দৈর্ঘ্য এ বস্তুর স্হির নিশ্চল অবস্হায় চেয়ে ছেোট, একে বলে? – দৈঘ্য সংকোচন।
8. কোনটি মৌলিক বল নয় – ঘাত বল।
9. বিভবের একক – ভোল্ট
10. গতিশক্তি ৩০০% পাড়লে ভরবেগ কত বাড়বে? – ১০০%
11. মেঘ থাকলে কুয়াশা পরেনা কেন? – তাপ বিকিরণ
12. স্কেলার ফাংশনকে ভেক্টরে রুপান্তর করে – গ্রেডিয়েন্ট।
13. বর্তনীর মূল প্রবাহ কত? – 0.6A
14. ক্যালভিন স্কেলে পরম শূন্য তাপমাত্রা কত? – 0k
15. অন্ধকারে ছবি তুলতে সাহায্য করে – অবলোহিত রশ্মি।
16. খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের বল – ঘাতবল।
17. সেমিকন্ডাক্টর – Si
18. কার্ণো চক্রের কোন ধাপে তাপ বর্জন হয় – ৩য় ধাপে
19. পাদবিন্দু শীর্ষবিন্দু একই – নাল ভেক্টর
20. একটি কণার স্বাধীনতার মাত্রা ৫ হলে সমবিভাজন নীতি অনুযায়ী মোট শক্তি কত? – 5/2KT
সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান
1.কিসের মাধ্যমে স্বাধীনতা ঘোষনা করা হয়? – ওয়ারল্যাস
২.আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিচার কোথায় করা হয়? – পুরাতন হাইকোর্ট ভবন
3.কত নম্বর সেক্টরে সেক্টর কমান্ডার ছিলেন না? – ১০
4.বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
– ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর
5.বাংলাদেশ কত সাল থেকপ শান্তিরক্ষা মিশনে কাজ করে আসছে? – ১৯৮৮
6.স্মৃতিসৌধের প্রথম ফলক কি নির্দেশ করে? – ভাষা আন্দোলন
7.বাংলাদেশের আইনসভা – এককক্ষ
8.দালাল আইন বাতিল হয় – ১৯৭৫ সালের ৩১শে ডিসেম্বর
9.ম্যাডিসন স্কোয়ারে গায়ক- বব ডিলান
10.covid 19 কে বিশ্ব মহামারী ঘোষনা করা হয় – ১১ মার্চ ২০২০
ইংরেজি প্রশ্ন সমাধান
1. Choose the correct expression – where do you want to go now ?
2. I will have studied every tense by the time I finish the course – Future perfect
3. I wish we did not have to use – car for the trip to your reunion – ( our )
4. He took advantage – to my absence to steal my book -(of)
5. Correct appropriate preposition – this climate is congenital to my health
6. Correct form of sentence – The medicine doesn’t taste too bad
7. Suffix that is an Adverb – He spoke English fluently
8. Cheerful – Buoyant
9. Demonstrative pronoun – This is my coat
10. Incorrect Subject verb agreement- Ford in addition to Toyota are lowering it’s car prices to encourage better sales
11. Adjective clause – The amount I had in the bank was exactly sixty pounds
12. Choose the sentence with correct place – The girl speaks English fluently
13. They are not accustomed to such a life
14. Present perfect continuous tense – the baby has been crying
15. Sentence without personal pronoun – There was a river in the distance
রেটিনা প্রশ্ন সমাধান












ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন pdf (সমাধান সহ)
এবছরের ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন pdf আকারে অধিকাংশ শিক্ষার্থী পেতে চায়। ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন পিডিএফ আকারে পেতে নিচের ‘ডাউনলোড পিডিএফ’ এ ক্লিক কর।
বিডিএস ডেন্টাল মেধা তালিকা প্রণয়ন
১/ লিখিত পরীক্ষায় (Written Exam) প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে। এবং লিখিত পরীক্ষায় ৪০ বা এর কম নম্বরের কম প্রাপ্তরা অকৃতকার্য বলে গণ্য হবেন। অকৃতকার্য পরীক্ষার্থীদের মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না।
২/ এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ; মােট ২০০ নম্বর হিসেবে নির্ধারণ করে নিম্নলিখিতভাবে মূল্যায়ন করা হবেঃ
৩/ SSC বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-১৫ গুণ= ৭৫ নম্বর (সর্বোচ্চ)।
৪/ HSC বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-২৫ গুণ = ১২৫ নম্বর (সর্বোচ্চ)।
৫/ ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষায় পূর্ববর্তী বছরের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের সর্বমােট নম্বর (এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১৫ গুণ + (যোগ) এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ২৫ গুণ + (যোগ) ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর) থেকে ০৫ নম্বর কর্তন করে এবং পূর্ববর্তী বছরের সরকারী মেডিকেল বা ডেন্টাল কলেজ/ইউনিট এ ভর্তিকৃত ছাত্র বা ছাত্রীদের ক্ষেত্রে মােট প্রাপ্ত নম্বর থেকে ৭.৫ নম্বর কর্তন করে মেধা তালিকায় তৈরি করা হবে।
৬/ লিখিত ভর্তি (Written Exam) পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং অনুচ্ছেদ ০৮ এ বর্ণিত পদ্ধতিতে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যােগফলের ভিত্তিতে মেধা তালিকা প্রণয়ন করা হবে।
বিভিন্ন ডেন্টাল কলেজের আসন সংখ্যা
কলেজ কোড | নাম | আসন সংখ্যা |
৭১ | চট্টগ্রাম মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট | ১১০ |
৭২ | ঢাকা ডেন্টাল কলেজ | ৬০ |
৭৮ | রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট | ৫৯ |
৮০ | শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট | ৫৬ |
৮২ | স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট | ৫২ |
৭৬ | ময়মনসিংহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট | ৫২ |
৭৫ | এমএজি ওসমানী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট | ৫২ |
৮১ | শের-ই-বাংলা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট | ৫২ |
৭৯ | রংপুর মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট | ৫২ |