ঢাবি ক ইউনিট প্রশ্ন সমাধান ২০২২ নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। চলো দেখে নেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট প্রশ্ন সমাধান ২০২২।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট প্রশ্ন সমাধান ২০২২
১০ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (ক ইউনিট) অনুষ্ঠিত হয়েছে। ঢাবি ক ইউনিট প্রশ্ন সমাধান দেয়ার উদ্দেশ্যে আজকের এই লেখা। আশাকরি ঢাবি ক ইউনিট ভর্তি পরীক্ষার্থীরা প্রশ্ন সমাধান থেকে উপকৃত হবে।
ঢাবি ক ইউনিট এমসিকিউ প্রশ্ন সমাধান
পদার্থ প্রশ্ন সমাধান

রসায়ন প্রশ্ন সমাধান

জীববিজ্ঞান প্রশ্ন সমাধান

গনিত প্রশ্ন সমাধান

বাংলা প্রশ্ন সমাধান

ইংরেজি প্রশ্ন সমাধান

ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট লিখিত প্রশ্ন সমাধান
কিছুক্ষণের মাঝে এই অংশে প্রশ্ন সমাধান দেয়া হবে।
ক ইউনিট পাস মার্কস
ভর্তি পরীক্ষার MCQ অংশের পাস নম্বর ২৪। উল্লেখ্য, MCQ পরীক্ষায় ২৪ নম্বরে পেলে কেবল লিখিত পরীক্ষার উত্তরপত্রের মূল্যায়নের জন্য বিবেচিত হবে। তবে MCQ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে থেকে ‘ক’ ইউনিট এর মোট আসনের কমপক্ষে ৫ গুন লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হবে। লিখিত অংশের পরীক্ষায় পাস নম্বর ১২। তবে ১০০ নম্বরের মধ্যে MCQ এবং লিখিত পরীক্ষার মোট পাস নম্বর ৪০। যারা ৪০ এর কম নম্বর পাবে তাদের কে ভর্তির জন্য বিবেচনা করা হবে না ।
মেধাস্কোর ও মেধাক্রম
- মােট ১২০ নম্বরের ভিত্তিতে প্রার্থীদের অর্জিত মেধাস্কোরের ক্রমানুসারে মেধা তালিকা তৈরি করা হবে। এজন্য
মাধ্যমিক/o-Level বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত/হিসাবকৃত জিপিএকে ২ দিয়ে গুণ; উচ্চ মাধ্যমিক/A-Level বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত/হিসাবকৃত জিপিএকে ২ দিয়ে গুণ করে এই দুইয়ের যােগফল ভর্তি পরীক্ষায় ১০০-তে প্রাপ্ত নম্বরের সাথে যোগ দিয়ে ১২০ নম্বরের মধ্যে মেধাস্কোর নির্ণয় করে ক্রমানুসারে মেধা তালিকা তৈরা করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট রেজাল্ট ২০২২
ক ইউনিট ভর্তি পরীক্ষা আগামী ১০ জুন অনুষ্ঠিত হবে। পরীক্ষা সম্পন্ন হওয়ার ৪/৫ সপ্তাহের মাঝে ফলাফল প্রকাশিত হয়ে থাকে। সে হিসেবে ১০-২০ জুলাইয়ের মাঝে ফলাফল প্রকাশিত হওয়ার সম্ভাবনা বেশি।
অনলাইনের মাধ্যমে ঢাবি ক ইউনিট রেজাল্ট দেখার নিয়ম
- প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যাও।
- এরপর লগইন অপশনে ক্লিক করে তোমার এসএসসি এবং এইচএসসি তথ্য প্রদান করে লগইন কর।
- এরপর তুমি যে ইউনিটের ফলাফল দেখতে চাও সে ইউনিটের ‘ফলাফল’ বিভাগটিতে ক্লিক করে ফলাফল দেখে নাও।
এসএমএস এর মাধ্যমে ঢাবি ক ইউনিট রেজাল্ট দেখার নিয়ম
- প্রথমে মেসেজ অপশনে গিয়ে DU লিখে স্পেস দিয়ে KA লিখে পুনরায় স্পেস দিয়ে ঢাবির এডমিট কার্ডে দেয়া ROLL লিখতে হবে।
- এরপর মেসেজটি ১৬৩২১ নম্বরে পাঠাতে হবে।
- রেজাল্ট প্রকাশিত হওয়ার পর ফিরতি এসএমএস এ তোমার ফলাফল দেখানো হবে।
DU <space> unit <space> roll send: 16321
Exp: DU <space> KA <space> roll send: 16321