ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২৩ ঢাবির অফিশিয়াল ওয়েবসাইট du.ac.bd এ প্রকাশিত হয়। ঢাবি ভর্তি বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষার তারিখ, আবেদন যোগ্যতা, মানবন্টন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে । আজ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২২ অনুযায়ী বিস্তারিত আলোচনা করবো।
গুরুত্বপূর্ণ তথ্য
আবেদন শুরু : আবেদনের শেষ তারিখ : প্রবেশপত্র ডাউনলোড : ভর্তি পরীক্ষা শুরু : ভর্তি পরীক্ষা শেষ : আবেদন ফি : ১,০০০/-আবেদনের ঠিকানা : admission.eis.du.ac.bd
ঢাবি ভর্তি পরীক্ষার তারিখ ২০২
ইউনিট | পরীক্ষার তারিখ | বিস্তারিত সার্কুলার |
ক ইউনিট | – | বিস্তারিত |
খ ইউনিট | – | বিস্তারিত |
গ ইউনিট | – | বিস্তারিত |
ঘ ইউনিট | – | বিস্তারিত |
চ ইউনিট | – |
ক, খ, গ ও ঘ ইউনিটের পরীক্ষা হবে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২.৩০পর্যন্ত (দেড় ঘণ্টা)। তবে চারুকলার সাধারণ জ্ঞান পরীক্ষাটি হবে বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত (৩০ মিনিট)।
ঢাকা বিশ্ববিদ্যালয় ফাইনাল মডেল টেস্ট এক্সাম ব্যাচ
ঢাবি আবেদন যোগ্যতা ২০২৩
আবেদন যোগ্যতা হিসেবে এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান শাখা (চতুর্থ বিষয় সহ) জিপিএ ৮ থাকতে হবে। এ ছাড়া ব্যবসায় শিক্ষা শাখা (চতুর্থ বিষয় সহ) জিপিএ ৭.৫ এবং মানবিক শাখা (চতুর্থ বিষয়সহ) জিপিএ ৭.৫ নির্ধারণ করা হয়েছে।
( ঢাবি ক ইউনিট আবেদন যোগ্যতা )
- প্রার্থীকে অবশ্যই ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২২ সালে বিজ্ঞান/কৃষিবিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক অথবা মাদ্রাসা বাের্ডের বিজ্ঞান শাখায় পাশ করতে হবে।
- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (বা সমমানের) পরীক্ষার প্রতিটিতে পৃথকভাবে ৪র্থ বিষয়সহ ন্যূনতম ৩.৫ জিপিএসহ প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৮.০০ হতে হবে।
( ঢাবি খ ইউনিট আবেদন যোগ্যতা )
- প্রার্থীকে অবশ্যই ২০১৭ থেকে ২০২০সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২২ সালে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় মানবিক শাখা থেকে উত্তীর্ণ হতে হবে ।
- প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক / সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ হতে হবে ৭.৫ । তবে উভয় পরীক্ষাতেই আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
( ঢাবি গ ইউনিট আবেদন যোগ্যতা )
- প্রার্থীকে অবশ্যই ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২২ সালে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ব্যবসায় শিক্ষা শাখা থেকে উত্তীর্ণ হতে হবে ।
- ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৭.৫ থাকতে হবে। তবে উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩.০ থাকতে হবে ।
( ঢাবি ঘ ইউনিট আবেদন যোগ্যতা )
- প্রার্থীকে অবশ্যই ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২২ সালে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, কৃষি বিজ্ঞান এর যেকোন একটি থেকে উত্তীর্ণ হতে হবে ।
- উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কোন বিষয়ে ‘বি’ গ্রেড (গ্রেড পয়েন্ট ৩.০)-এর নিচে পেলে আবেদন গ্রহণযােগ্য হবে না।
- মানবিক শাখা (মাদ্রাসা শিক্ষা বাের্ডসহ) থেকে আগত ছাত্র/ছাত্রীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (৪র্থ বিষয়সহ) পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৭.৫ হতে হবে। তবে কোন পরীক্ষায় জিপিএ ৩.০ এর কম হতে পারবে না ।
- ব্যবসায় শিক্ষা, ডিপ্লোমা-ইন-বিজনেস স্টাডিজ, ডিপ্লোমা-ইন-কমার্স ও বিজনেস ম্যানেজমেন্ট শাখা থেকে আগত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৭.৫ হতে হবে । মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আলাদাভাবে জিপিএ ৩.০০ থাকতে হবে ।
- বিজ্ঞান, মাদ্রাসা শিক্ষা বাের্ডের বিজ্ঞান, কৃষি বিজ্ঞান এবং গার্হস্থ্য অর্থনীতি শাখা থেকে আগত ছাত্র/ছাত্রীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (৪র্থ বিষয়সহ) পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৮.০০ হতে হবে। তবে কোন পরীক্ষায় জিপিএ ৩.৫ এর কম হতে পারবে না ।
( ঢাবি চ ইউনিট আবেদন যোগ্যতা )
- প্রার্থীকে অবশ্যই ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২২ সালে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ব্যবসায় শিক্ষা শাখা থেকে উত্তীর্ণ হতে হবে ।
- মোট জিপিএ ৬.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ থাকতে হবে।
ঢাবি ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২২-২০২৩

ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট মানবন্টন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিট ভর্তি পরীক্ষা MCQ এবং লিখিত উভয় পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা মোট নম্বর হবে ১০০ , তন্মাধ্যে ৬০ নম্বরের MCQ এবং ৪০ নম্বরের লিখিত অংশ থাকবে। MCQ পরীক্ষা ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষা ৪৫ মিনিটের হবে।
MCQ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে এবং তা বিষয়ভিত্তিক সমন্বয় করা হবে। একজন প্রার্থী যে ৪টি বিষয়ের প্রশ্নের উত্তর দিলে তার উপর নির্ভর করবে সে কোন বিভাগ/ইনস্টিটিউট এ ভর্তি হতে পারবে। পদার্থ ও রসায়ন আবশ্যিক সাবজেক্ট, অর্থাৎ অবশ্যই উত্তর করতে হবে। এর সাথে অন্য যেকোন ২ টি সাবজেক্ট সহ মোট ৪ টি সাবজেক্ট এর উপর পরীক্ষা দিতে হবে।
এমসিকিউ | লিখিত |
পদার্থ = ১৫ নম্বর রসায়ন = ১৫ নম্বর জীববিজ্ঞান = ১৫ নম্বর গনিত = ১৫ নম্বর বাংলা = ১৫ নম্বর ইংরেজি = ১৫ নম্বর | পদার্থ = ১০ নম্বর রসায়ন = ১০ নম্বর জীববিজ্ঞান = ১০ নম্বর গনিত = ১০ নম্বর বাংলা = ১০ নম্বর ইংরেজি = ১০ নম্বর |
ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট মানবন্টন
ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট ভর্তি পরীক্ষা মোট ১০০ নম্বরের উপর। এমসিকিউ ৬০ নম্বর ও লিখিত পরীক্ষা ৪০ নম্বর। এমসিকিউ ও লিখিত পরীক্ষার জন্য আলাদাভাবে ৪৫ মিনিট বরাদ্দ থাকবে ।
এমসিকিউ | লিখিত |
বাংলা = ১৫ নম্বর ইংরেজি = ১৫ নম্বর সাধারণ জ্ঞান = ৩০ নম্বর | বাংলা = ২০ নম্বর ইংরেজি = ২০ নম্বর |
ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট মানবন্টন
মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মেধা তালিকা তৈরা করা হবে। MCQ ও লিখিত পরীক্ষা মিলে ১০০ নম্বর নির্ধারিত থাকবে এবং অবশিষ্ট ২০ নম্বর মাধ্যমিক পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ ২ দিয়ে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ ২ দিয়ে গুন করে এই দুয়ের যোগ ফল ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সাথে যোগ করে মোট ১২০ নম্বরের উপর শিক্ষার্থীদের মেধা তালিকা তৈরী করা হবে।
এমসিকিউ | লিখিত |
বাংলা = ১২ নম্বর ইংরেজি = ১২ নম্বর হিসাব বিজ্ঞান = ১২ নম্বর ব্যাবসায় নীতি ও প্রয়োগ = ১২ নম্বর মার্কেটিং / ফিন্যান্স এন্ড ব্যাংকিং = ১২ নম্বর | অনুবাদ বাংলা থেকে ইংরেজি = ৫ নম্বর অনুবাদ ইংরেজি থেকে বাংলা = ৫ নম্বর বিষয় ভিত্তিক সংক্ষিপ্ত প্রকাশ (ইংরেজি) = ৫ নম্বর Precis writing = ৫ নম্বর সংক্ষিপ্ত রচনা (বাংলা) = ৫ নম্বর ৫ টি আবশ্যিক বিষয় থেকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর = ১৫ নম্বর |
ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট মানবন্টন
- ভর্তি পরীক্ষার মোট নম্বরঃ ১০০।
- সময় ১ ঘন্টা ৩০ মিনিট
- MCQ -৬০ নম্বর। যেখানে প্রতিটা প্রশ্নের মান ১ এবং প্রতিটা ভুল উত্তরে জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে। সময় ৪৫ মিনিট।
- লিখিত পরীক্ষা ৪০ নম্বরের হবে এবং সময় থাকবে ৪৫ মিনিট।
এমসিকিউ | লিখিত |
বাংলা = ১৫ নম্বর ইংরেজি = ১৫ নম্বর সাধারণ জ্ঞান = ৩০ নম্বর (বাংলাদেশ ও আন্তর্জাতিক + মাধ্যমিক পর্যায়ের গনিত ও আইসিটি বিষয়ে প্রশ্ন করা হবে) | বাংলা = ১৫ নম্বর ইংরেজি = ১৫ নম্বর সাধারণ জ্ঞান (বিশ্লেষণধর্মী) = ১০ নম্বর |
ঢাকা বিশ্ববিদ্যালয় চ ইউনিট মানবন্টন
ঢাবি চ ইউনিটের ভর্তি পরীক্ষা ২টি অংশে অনুষ্ঠিত হবে – সাধারণ জ্ঞান ৪০ + অঙ্কন (ফিগার ড্রয়িং) ৬০ = ১০০ নম্বর।
প্রাথমাংশ – সাধারণ জ্ঞান পরীক্ষাঃ
MCQ পদ্ধতির পরীক্ষায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বাংলা ও ইংরেজীসহ চারুকলার বিভিন্ন বিভাগ সম্পর্কিত বা বিষয় ভিত্তিক প্রশ্ন, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, সমসাময়িক ঘটনাবলি প্রভৃতি বিষয় প্রশ্ন থাকবে।
‘সাধারণ জ্ঞান’ – পরীক্ষায় প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নাম্বার কর্তন করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসনসংখ্যা রবছর কমানো হয়েছে ।
ইউনিট | আসন সংখ্যা |
ক ইউনিট | ১৮৫১ টি |
খ ইউনিট | ১৭৮৮ টি |
গ ইউনিট | ৯৩০ টি |
ঘ ইউনিট | ১৩৩৬ টি |
চ ইউনিট | ১৩০ টি |
মোট | ৬০৩৫ টি |
ইউনিট ভিত্তিক ভর্তি বিজ্ঞপ্তি
ইউনিট | বিজ্ঞপ্তি |
ক ইউনিট | বিস্তারিত বিজ্ঞপ্তি |
খ ইউনিট | বিস্তারিত বিজ্ঞপ্তি |
গ ইউনিট | বিস্তারিত বিজ্ঞপ্তি |
ঘ ইউনিট | বিস্তারিত বিজ্ঞপ্তি |
চ ইউনিট | বিস্তারিত বিজ্ঞপ্তি |
ঢাবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২২

শর্ট সিলেবাসে হবে নাকি ফুল সিলেবাস?